ফ্লোরিডায় স্কুলে বন্দুকধারীর হাতে প্রাণ গেল ১৭ জনের

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি হাইস্কুলে একজন বন্দুকধারীর গুলিতে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। ১৯ বছর বয়সী হামলাকারী নিকোলাস ক্রুজ নিজেও একসময় ওই স্কুলেরই ছাত্র ছিল। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে সেখান থেকে বহিষ্কার করা হয়েছিল।
ফ্লোরিডায় স্কুলে বন্দুকধারীর হামলা
বন্দুক হামলার ঘটনার পর ফ্লোরিডার স্কুল থেকে বেরিয়ে আসছে বিধ্বস্ত শিক্ষার্থীরা। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি হাইস্কুলে একজন বন্দুকধারীর গুলিতে অন্তত ১৭ জন নিহত হয়েছেন।

১৯ বছর বয়সী হামলাকারী নিকোলাস ক্রুজ নিজেও একসময় ওই স্কুলেরই ছাত্র ছিল। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে সেখান থেকে বহিষ্কার করা হয়েছিল।

স্থানীয় একজন পুলিশ কর্মকর্তা স্কট ইসরায়েল সাংবাদিকদের বলেন, হামলাকারী স্কুলের বাইরে তিন জনকে হত্যা করে স্কুলের ভেতর প্রবেশ করে। সেখানে সে এলোপাথাড়ি গুলি চালিয়ে ১২ জনকে হত্যা করে। আর হামলায় আহতদের হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন আরও দুজন।

যুক্তরাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠানে গোলাগুলি কোনো নতুন ঘটনা নয়। সর্বশেষ ২০১২ সালের কানেকটিকাটে একটি স্কুলে বড় ধরনের হামলা হয়েছিল। সেবার বন্দুকধারীর গুলিতে প্রাণ গিয়েছিল ২৬ জনের।

বার্তা সংস্থা এপির খবরে জানানো হয়, হামলা চালিয়ে ওই এলাকা ছেড়ে বেরিয়ে যায় নিকোলাস ক্রুজ। এর প্রায় এক ঘণ্টা পর পুলিশ তাকে গ্রেফতার করে। তবে পুলিশের সাথে তার কোনো গুলিবিনিময় হয়নি।

পুলিশের ধারণা, হামলাকারীর কাছে অন্তত একটি রাইফেল ও বেশ কয়েকটি ম্যাগাজিন ছিল।

Comments

The Daily Star  | English

Former lawmakers Asaduzzaman Noor, Mahbub Ali arrested

DB arrested Asaduzzaman Noor at 11:00pm from Nawratan colony on Bailey Road, while, Mahbub Ali was arrested from Segunbagicha area

6h ago