ঢাকায় ‘ব্ল্যাক প্যান্থার’

Black Panther
‘ব্ল্যাক প্যান্থার’ চলচ্চিত্রের একটি দৃশ্য

সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ঢাকায় আসছে হলিউডের সুপার-হিরো মুভি ‘ব্ল্যাক প্যান্থার’। বিশিষ্ট চলচ্চিত্র সমালোচকদের কাছ থেকে মার্ভেল কমিকসের এই ছবিটি পেয়েছে ভূয়সী প্রশংসা।

শাদভিক বোজমান, মাইকেল বি জর্ডান, লুপিতা নাইয়ং, দানাই গুরিরা অভিনীত এই চলচ্চিত্র সম্পর্কে দ্য নিউ ইয়র্ক টাইমস লিখেছে, ছবিটি “বিস্ময় জাগিয়েছে। এর সঙ্গে রয়েছে চমৎকার অনুভূতি ও বিচক্ষণতা।”

এছাড়াও, চলচ্চিত্র বিশ্লেষণ সংস্থা রটেন টম্যাটোসের জরিপে পরিচালক রিয়ান কুগলারের এই ছবিটি পেয়েছে শতভাগ ভালোর খ্যাতি।

‘ব্ল্যাক প্যান্থার’ আগামীকাল (১৬ ফেব্রুয়ারি) থেকে ঢাকার স্টার সিনেপেক্সে প্রদর্শিত হবে।

ছবিটির গল্পে দেখা যায়, একটি উল্কাপিণ্ড নিয়ে আফ্রিকার পাঁচটি গোত্রের মধ্যে লড়াই বাঁধে। সেই উল্কাপিণ্ডে রয়েছে ‘ভাইব্র্যানিয়াম’ জাতীয় ধাতব পদার্থ। সেই পদার্থের সংস্পর্শে আসা একটি ‘হৃদপিণ্ড আকৃতি’-র গুল্ম খেয়ে ফেলেন একজন যোদ্ধা। তারপর, তিনি অর্জন করেন ‘সুপার হিউম্যান’-এর যোগ্যতা।

প্রথম ‘ব্ল্যাক প্যান্থার’ হিসেবে সেই ব্যক্তি লড়াইরত পাঁচটি গোত্রকে ঐক্যবদ্ধ করে ‘ওয়াকান্দা’ নামের একটি নতুন জাতি সৃষ্টি করেন। সময়ের সাথে সাথে ‘ওয়াকান্দা’ জাতি ‘ভাইব্র্যানিয়াম’ পদার্থ ব্যবহার করে তৈরি করে উচ্চতর প্রযুক্তি। এরপর, তারা নিজেদের গুটিয়ে নেয় সারা বিশ্ব থেকে।

সমালোচকদের মতে, ‘ব্ল্যাক প্যান্থার’ চলচ্চিত্রটিতে অ্যাডভেঞ্চারের পাশাপাশি আফ্রিকার গৌরবকেও তুলে ধরা হয়েছে। এমন ছবিটির জন্য বহু দশক অপেক্ষা করে থাকতে হয় বলে মন্তব্য করেছে বিজনেস ইনসাইডার।

আরো পড়ুন:

রটেন টম্যাটোসের জরিপে শতভাগ ভালোর খেতাব পেলো ‘ব্ল্যাক প্যান্থার’

Comments

The Daily Star  | English

NCC ex-mayor Selina Hayat Ivy arrested

She was arrested around 5:45am today following a night-long raid at her Deobhog residence

1h ago