পাবলিক পরীক্ষায় নতুন নিয়মের কথা ভাবছে সরকার: শিক্ষাসচিব
পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে সরকার আগামী বছর থেকে পাবলিক পরীক্ষার জন্যে নতুন নিয়মের কথা ভাবছে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসেন।
আজ (১৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, “আগামী বছর থেকে পাবলিক পরীক্ষাগুলো নতুন নিয়মে অনুষ্ঠিত হবে। আমরা এই নতুন নিয়মটি নিয়ে কাজ করছি। এই নিয়মে প্রশ্নপত্র ফাঁসের কোনো সম্ভাবনা থাকবে না।”
“বিশিষ্ট ব্যক্তিদের পরামর্শ নিয়ে নতুন নিয়মটি বাস্তবায়ন করা হবে,” যোগ করেন তিনি।
সোহরাব হোসেনের মতে, “প্রশ্নপত্র ছাপানো, পরীক্ষা কেন্দ্রগুলোতে সেগুলো পৌঁছে দেওয়া- এই পুরো প্রক্রিয়াটিতে ২৭ হাজার থেকে ২৮ হাজার মানুষ জড়িত থাকেন। এমতাবস্থায়, প্রশ্নপত্র ফাঁস হবে না এমন নিশ্চয়তা কেউই দিতে পারেন না।”
পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস বন্ধে সরকারের নিষ্ক্রিয়তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট- এ বিষয়ে সচিব বলেন, “আমরা এখনো এ নিয়ে কোন নির্দেশনা হাতে পাইনি। তা পাওয়ার পর অবশ্যই আমরা আদালতের নির্দেশ মেনে নিব।”
উল্লেখ্য, প্রশ্নপত্র ফাঁস বন্ধে সরকারের ব্যর্থতার বৈধতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের চারজন আইনজীবীর দায়ের করা রিট আবেদনের প্রেক্ষিতে উচ্চ আদালত এই রুল জারি করেন।
Comments