ববির নতুন রোমান্স!

‘উড়ে উড়ে মন’ গানের ভিডিও

ববি প্রযোজিত প্রথম ছবি ‘বিজলি’ রয়েছে আলোচনায়। ছবিটির ‘উড়ে উড়ে মন’ নামের গানটি প্রকাশিত হয়েছে ভালোবাসা দিবসে। এতে নায়ক রণবীরের সঙ্গে বেশ রোমান্স করতে দেখা গেছে ববিকে।

গানটির কথা লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়। এতে কণ্ঠ দিয়েছেন অদিতি সিং শর্মা ও আকাশ। ‘উড়ে উড়ে মন’ গানটি প্রকাশিত হয়েছে জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে।

ববি দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “এর আগে প্রকাশিত ‘পার্টি পার্টি’ গানটির মতো নতুন গানটিও দর্শকরা পছন্দ করতে শুরু করেছেন। গানের চিত্রায়ণ থেকে শুরু করে সবকিছুতে নতুনত্ব রয়েছে। আশা করছি, নতুন গানটিও রেকর্ড গড়বে। সবকিছু ঠিক থাকলে ‘বিজলি’ পহেলা বৈশাখে মুক্তি পাবে।”

ইফতেখার চৌধুরী পরিচালিত সুপারহিরোর গল্প নিয়ে বাংলাদেশের প্রথম ছবি হিসেবে ‘বিজলী’ দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে।

গত ২৪ ডিসেম্বর ছবিটির প্রথম গান ‘পার্টি পার্টি’ ইউটিউবে প্রকাশ হওয়ার পর তা বেশ আলোড়ন তুলে দর্শকদের মধ্যে।

Comments