বাংলাদেশ থেকে বিশেষ ট্রেনে মেদিনীপুরে দুই হাজার পুণ্যার্থী

বাংলাদেশ থেকে একটি বিশেষ ট্রেন নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে গেছেন প্রায় দুই হাজার পুণ্যার্থীর একটি দল। বিশেষ ট্রেনটি শনিবার সন্ধ্যায় মেদিনীপুর পৌঁছেছে।
আঞ্জুমান-ই-কাদেরিয়ার উদ্যোগে গত বৃহস্পতিবার রাতে রাজবাড়ী থেকে ২ হাজার ১৫৮ জন পুণ্যার্থী নিয়ে ট্রেনটি মেদিনীপুর জোড়া মসজিদে ১১৭তম পবিত্র ওরস শরিফের উদ্দেশে রওনা হয়।
১৭ ফেব্রুয়ারি শনিবার ও আজ ১৮ ফেব্রুয়ারি রবিবার মেদিনীপুরের মির্জা মহল্লার জোড়া মসজিদে ১১৭তম বার্ষিক ওরস শরিফ উদযাপিত হচ্ছে। সেখানেই এই পুণ্যার্থীরা সবাই যোগ দিয়েছেন।
আঞ্জুমান-ই-কাদেরিয়ার সভাপতি কাজী ইরাদত আলী স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন, আগামী ১৯ তারিখ এই ট্রেনটি দেশে ফিরে যাবে।
২০০২ সাল থেকে প্রতি বছর এই বিশেষ ধর্মীয় অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারত সরকার যৌথভাবে এমন স্পেশাল ট্রেন চলাচলের ব্যবস্থা করে আসছে।
Comments