ইরানে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৬৬ আরোহী নিহত

ইরানের অভ্যন্তরীণ রুটে চলাচলকারী একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৬৬ জন আরোহী নিহত হয়েছেন। কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, ইরানের জাগ্রোস পর্বতমালায় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে আরোহীদের সবাই নিহত হয়েছেন।

ইরানের অভ্যন্তরীণ রুটে চলাচলকারী একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৬৬ জন আরোহী নিহত হয়েছেন। কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, ইরানের জাগ্রোস পর্বতমালায় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে আরোহীদের সবাই নিহত হয়েছেন।

আসেমান এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের পরিচালক মোহাম্মদ তাবাতাবাই জানান, উড়োজাহাজটি স্থানীয় সময় সকাল ৮টায় তেহরানের মেহরাবাদ বিমানবন্দর ত্যাগ করে। এর গন্তব্য ছিলো ইসফাহান প্রদেশের ইয়াসুজ শহর।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি’র খবরে বলা হয়, ইয়াসুজ থেকে ২৩ কিলোমিটার দূরে জাগ্রোস পর্বতমালার দেনা পর্বতে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনাস্থলটি রাজধানী তেহরান থেকে প্রায় ৫০০ কিলোমিটার দক্ষিণে।

তাবাতাবি বলেন, ওই এলাকায় খোঁজাখুঁজির পর আমাদের জানানো হয় যে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় সবাই প্রাণ হারিয়েছেন। তিনি আরও জানান, উড়োজাহাজটিতে এক শিশুসহ ৬০ জন যাত্রী ও ছয় জন ক্রু ছিলেন।

ইরানের জাতীয় জরুরি পরিসেবা সংস্থার একটি হেলিকপ্টার দুর্ঘটনাস্থলে গেলেও খারাপ আবহাওয়ার কারণে সেখানে অবতরণ করতে পারেনি। ইরানের রেডক্রিসেন্ট সেখানে ১২টি উদ্ধারকারী দল পাঠিয়েছে।

এর আগে ২০১৪ সালে ইরানে আরেকটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩৯ জন প্রাণ হারিয়েছিলেন।

Comments

The Daily Star  | English

‘Humanity must prevail’

Says UN as Israeli offensive in Gaza enters 12th month; Israeli attacks kill 61 in Gaza in 48 hours

23m ago