বাংলাদেশকে ২১১ রানের লক্ষ্য দিল শ্রীলঙ্কা

প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও টস জিতেছে বাংলাদেশ। তবে এবার আগে ফিল্ডিং বেছে নিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
ছবি: ফিরোজ আহমেদ

টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের উপর তান্ডব চালিয়েছে শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা। ২০ ওভারে ৪ উইকেটে ২১০ রান করেছে তারা। এই প্রথম বাংলাদেশের বিপক্ষে দুইশর বেশি রান করল শ্রীলঙ্কা। 

প্রথম ম্যাচের পর এবারও চলেছে বাজে বোলিংয়ের প্রতিযোগিতা। এদিনও টাইগার বোলারদের জম ছিলেন কুশল মেন্ডিস। সর্বোচ্চ ৭০ রান করেছেন তিনি। তবে ব্যাট করতে নামা সব লঙ্কান ব্যাটসম্যানই ছিলেন তেতে। রান পেয়েছেন সবাই। উদ্বোধনী জুটিতেই আসে ৯৮ রান। সব জুটিই জমেছে। থিসারা পেরেরা, দাসুন শঙ্কা, উপুল থারাঙ্গা সবাই তুলেছেন ছোটখাটো ঝড়।  



টস জিতে এবার আগে বোলিং

প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও টস জিতেছে বাংলাদেশ। তবে এবার আগে ফিল্ডিং বেছে নিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। অভিষেক হয়েছে লোকাল বয় পেসার আবু জায়েদ রাহি ও অফ স্পিনার মেহেদী হাসানের।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমবার খেলতে নামা বাংলাদেশ নেমেছে বেশ কয়েকটি বদল নিয়ে। আগের ম্যাচের একাদশ থেকে পরিবর্তন এসেছে চারটি। চোট কাটিয়ে তামিম ইকবাল ফেরায় অনুমিতভাবেই বাদ পড়েছেন জাকির হাসান। আগের ম্যাচে অভিষেক হওয়া আফিফ হোসেনের জায়গায় অভিষেক হয়েছে মেহেদী হাসানের। পেসার রুবেলের হোসের জায়গায় খেলছেন আবু জায়েদ রাহি। এছাড়া অফ ফর্মে থাকা সাব্বির রহমানকে বসিয়ে খেলানো হচ্ছে মোহাম্মদ মিঠুনকে।

সিলেটের মাঠের রেকর্ড বলে এখানে পরে ব্যাট করা দলই বেশিরভাগ ম্যাচ জেতে। টস জিতে তাই রান তাড়ার পথই বেছে নিলেন মাহমুদউল্লাহ।

দলে একটি পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা। উইকেটকিপার ব্যাটসম্যান নিরোশান ডিকভেলার জায়গায় খেলছেন বাঁহাতি স্পিনার আমিলা আপনসো।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান, আরিফুল হক, মোহাম্মদ সাইফুদ্দিন, আবু জায়েদ রাহি, মোস্তাফিজুর রহমান ও নাজমুল ইসলাম অপু।

শ্রীলঙ্কা একাদশ: উপুল থারাঙ্গা, দিনেশ চান্দিমাল, কুশল মেন্ডিস, জীবন মেন্ডিস, দানুশকা গুনাথিলেকা, থিসারা পেরেরা, দাসুন শঙ্কা, আকিলা ধনঞ্জয়া, শিহান মধুশঙ্কা, ইশুরু উদানা, আমিলা আপনসো। 

Comments