টিভি

একুশের ‘পরিবর্তন’

বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’-এর ২১তম পর্ব প্রচারিত হবে আজ (১৮ ফেব্রুয়ারি) রাত ৮টা ৫০ মিনিটে। অনুষ্ঠানটির পরিকল্পনা, গ্রন্থনা, উপস্থাপনা ও নির্দেশনায় রয়েছেন আনজাম মাসুদ।
Paribartan
আনজাম মাসুদ ও নাচের দলের সদস্যরা। ছবি: সংগৃহীত

বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’-এর ২১তম পর্ব প্রচারিত হবে আজ (১৮ ফেব্রুয়ারি) রাত ৮টা ৫০ মিনিটে। অনুষ্ঠানটির পরিকল্পনা, গ্রন্থনা, উপস্থাপনা ও নির্দেশনায় রয়েছেন আনজাম মাসুদ।

ভাষার মাসে বাংলা ভাষা, ভাষা আন্দোলন, ভাষা-শহিদ, বাংলা ভাষার বিকৃতি ইত্যাদি বিষয় প্রাধান্য পেয়েছে এবারের ‘পরিবর্তন’-এ।

সুজন আরিফের সুর ও সংগীতে গান গাইবেন আর্ণিক ও সম্রাট। এছাড়াও থাকছে শফিক তুহিন ও হৈমন্তী রক্ষিতের দুটি গান। ভাষা শহিদদের নিয়ে গাওয়া তিনটি গানের অংশবিশেষের সঙ্গে ইভান শাহরিয়ার সোহাগের কোরিওগ্রাফিতে থাকছে নৃত্য।

‘পরিবর্তন’ প্রযোজনা করেছেন সাহরিয়ার মোহাম্মদ হাসান।

Comments

The Daily Star  | English

Corruption, zero-sum politics and democratic decline

Governments that score low in corruption indexes are more prone to use force and violence to control and suppress dissensions and protests.

4h ago