শঙ্কার কথা শোনালেন মাহমুদউল্লাহ
আগের ম্যাচে তাও ব্যাটসম্যানরা তাদের কাজটা করেছিলেন। এবার কোন বিভাগ থেকেই আসেনি লড়াই, দেখা যায়নি নিবেদন। কোন কিছুই হচ্ছে না কেন? এমন প্রশ্ন কিছুক্ষণ নিরব রইলেন ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। থমকে থাকার পর শুনিয়েছেন শঙ্কার কথা।
ভুলের শুরু ত্রিদেশীয় টুর্নামেন্ট থেকেই। টেস্ট সিরিজের পর টি-টোয়েন্টি। খেই হারিয়ে ব্যর্থতার চক্করে পড়া বাংলাদেশ যেন দিশেহারা। টেস্ট আর টি-টোয়েন্টিতে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের বদল ভারপ্রাপ্ত ছিলেন মাহমুদউল্লাহ। তিনি খুঁজে ফিরছেন সমাধান,
‘আমার মনে হয় যে ভুলগুলা প্রতিনিয়ত করছি। এর মাশুল প্রতি ম্যাচেই দেখছি। এই জিনিসটা থেকে বের হতে হবে। এছাড়া মনে হয় না কোন পথ আছে। এরকম খেলতে থাকলে একই ফলই হবে। নির্দিষ্ট পরিকল্পনা বলেন বা টেকটিক্যাল পরিকল্পনা বলেন সেটা থাকবে ওটার সঙ্গে মাঠে প্রয়োগ করতে হবে।’
দুই ম্যাচের টি-টোয়েন্টিতে ছয়জনকে অভিষেক করিয়েছে বাংলাদেশ। দুই ম্যাচেই দলে হয়েছে অনেক অদল-বদল। তবু সেরা কম্বিনেশন খুঁজে হয়রান টিম ম্যানেজমেন্ট,
‘যাদের সুযোগ দেওয়া হয়েছে তারা দলে আসার দাবি রাখে। হয়তবা চেষ্টা করছি ঠিক কম্বিনেশনটা তৈরি করতে, এর খোঁজে আছি এখনো। খুব শীঘ্রই আমাদের সমাধান বের করতে হবে। না হলে আমরা বড় সমস্যায় পড়ে যাব।’
বাংলাদেশের শুরু আর শ্রীলঙ্কার শুরুই যেন গোটা ম্যাচের চিত্র। পাওয়ার প্লেতে লঙ্কান ব্যাটসম্যানরা বিনা উইকেটে তুলছিলেন ৬৩ রান। বাংলাদেশে সেখানে ৪০ রানের আগেই হারিয়েছে তিন টপ অর্ডার ব্যাটসম্যান। ফারাকটা ধরা পড়ছে অধিনায়কের কাছেও ,
‘পাওয়ার প্লেতে তারা বড় রান পেয়েছে। আমরা তিনটা উইকেট হারিয়েছি। এটা একটা ব্যবধান ছিল। টি-টোয়েন্টি প্রথম ছয় ওভার খুব গুরুত্বপূর্ণ। যদি ব্যাটিং করি তবে দ্রুত রান করতে হবে। আর বল করলে উইকেট নিতে হবে। ’
Comments