‘কেবল দল নয় পরিবার হয়ে খেলেছি’
বাংলাদেশের সাজানো সংসারে এখনো ঘোর অন্ধকার। বাংলাদেশে আসার আগে বেশ খাপছাড়া লঙ্কান পরিবারে বইছে সুখের হাওয়া। বাংলাদেশে এসে পিছিয়ে থেকেও সব জিতেই ফিরছে তারা। অধিনায়ক দিনেশ চান্দিমালের মতে একটা পরিবার হয়ে খেলাতেই এমন সাফল্য তাদের।
বাংলাদেশে আসার আগে ভারতের দ্বিতীয় সারির দলের সঙ্গেও রঙিন পোশাকে সাদামাটা ছিল শ্রীলঙ্কা। আগের বছর ঘরের মাঠেই সিরিজ হেরেছে জিম্বাবুয়ের বিপক্ষেও। সব তিক্ত সময় পেছনে ফেলা আসার রহস্য জানালেন চান্দিমাল,
'আমাদের খারাপ কিছু সময় গেছে পেছনে। আমার মনে হয় এখন আমরা আত্মবিশ্বাস ফিরে পেয়েছি। এটাই মূল বিষয়। পোস্ট ম্যাচেও আমি বলেছে, আমরা কেবল একটা দল হিসেবে নয়, একটা পরিবার হয়ে খেলেছি। এটাই মূল বিষয়। তরুণ আর অভিজ্ঞদের সমন্ময়ে গড়ে উঠেছে আমাদের দল।'
বাংলাদেশে এসে শুরুটা অবশ্য ভালো ছিল না শ্রীলঙ্কার। ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের কাছে ১৬৩ রান হার দিয়ে শুরু। পরের ম্যাচে জিম্বাবুয়ের কাছে হেরে যাওয়া। কিন্তু ঘুরে দাঁড়িয়ে সিরিজ শেষে বিজয়ী তারাই,
'এটা দারুণ একটি সিরিজ গেল। বিশেষ করে প্রথম দুই ম্যাচ বাজেভাবে হারার পর এভাবে ঘুরে দাঁড়ানো। এটা আমাদের মানসিকভাবে শক্তি জুগিয়েছে। কঠোর পরিশ্রম আর কোচিং স্টাফদের অবদান ছিল। আমি খুবই খুশি এভাবে খেলতে পেরে।'
Comments