কালো পোশাকে বাফটা

BAFTA 2018
পুরস্কার হাতে বাফটা বিজয়ীদের কয়েকজন। ছবি: রয়টার্স

গত মাসে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস এর আসরটি হলিউডে যৌন নির্যাতনের প্রতিবাদ মুখর হয়ে উঠেছিলো অতিথিদের কালো পোশাকে। সেই কালো পোশাকের প্রতিবাদের ঢেউ এসে লেগেছে আটলান্টিকের পূর্ব তীরেও। তাই ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ডস (বাফটা)-এর ৭১তম আসরেও তারকারা এসেছিলেন কালো পোশাক পরে।

লন্ডনের রয়েল অ্যালবার্ট হলে গতকাল (১৮ ফেব্রুয়ারি) বসেছিলো বাফটার আসর। সেই আসরে যারা কালো পোশাক পরে আসেননি তাদের মধ্যে ছিলেন ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটন। তিনি এসেছিলেন গাঢ় সবুজ পোশাকে। তবে তার কোমরে ছিলো কালো ফিতার বেল্ট।

এছাড়াও, ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি’-তে অভিনয়ের জন্যে ‘সেরা অভিনেত্রী’-র পুরস্কার পাওয়া ফ্রান্সেস ম্যাকডোনাল্ডের গায়ে ছিলো কালো, লাল ও গোলাপি প্রিন্টের পোশাক। তবে তিনি তাঁর বক্তৃতায় যৌন হয়রানির প্রতিবাদে আয়োজিত ‘টাইমস আপ’ আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

মেয়ের ধর্ষণ ও হত্যার বিচার প্রার্থী এক মায়ের গল্প বলা এই ছবিটি বাফটায় ‘সেরা চলচ্চিত্র’ এবং ‘সেরা ব্রিটিশ চলচ্চিত্র’-এর পুরস্কারও লাভ করে।

‘ডার্কেস্ট আওয়ার’ চলচ্চিত্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ব্রিটেনের তৎকালীন প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের ভূমিকায় অভিনয়ের জন্যে গ্যারি ওল্ডম্যান পেয়েছেন ‘সেরা অভিনেতা’-র পুরস্কার।

‘সেরা পরিচালক’-এর পুরস্কার পেয়েছেন ‘দ্য শেপ অব ওয়াটার’-এর গুইলারমো দেল তোরো। এই ফ্যান্টাসি রোমান্সের ঝুলিতে এসেছে আরো দুটি পুরস্কার।

গণমাধ্যমে প্রকাশ, বাফটার আসরে মূল বিভাগগুলোতে পুরস্কার কারা পাচ্ছেন তার চেয়ে যেন বেশি আলোচনায় ছিলো অতিথিদের কালো পোশাকের প্রতিবাদ।

Comments

The Daily Star  | English
NCP will not accept delay in Teesta master plan

Won’t accept any implementation delay: Nahid

National Citizen Party Convener Nahid Islam yesterday said his party would not accept any delay or political maneuver over implementing the Teesta master plan.

4h ago