বর্তমান প্রেক্ষাপটে নির্বাচনে অংশ নিতে পারবেন না খালেদা জিয়া: সিইসি
দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ড পাওয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমান প্রেক্ষাপটে নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) একেএম নুরুল হুদা।
তবে যদি খালেদা জিয়া সুপ্রিম কোর্টে আবেদন করেন এবং আদালত তাঁকে নির্বাচনে অংশ নেওয়ার পক্ষে রায় দেন তাহলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন বলে যোগ করেন প্রধান নির্বাচন কমিশনার।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সঙ্গে তাঁর সুপ্রিম কোর্টের কার্যালয়ে সৌজন্য সাক্ষাতের পর একেএম নুরুল হুদা আজ (১৯ ফেব্রুয়ারি) এই মন্তব্য করেন।
নুরুল হুদা বলেন যে তিনি এক সময় নিম্ন আদালতে বিচারকের দায়িত্ব পালন করেছিলেন। তিনি মনে করেন যে বর্তমান প্রেক্ষাপটে খালেদা জিয়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।
প্রধান নির্বাচন কমিশনার বলেন যে এমন বিষয় নিয়ে সর্বোচ্চ আদালতে দুই ধরনের রায় রয়েছে। একটি রায়ে বলা রয়েছে, যদি নিম্ন আদালত কোনো অপরাধীকে দুই বছর বা বেশি সময় কারাদণ্ড দেন তাহলে তার আপিল আবেদনের ওপর সর্বোচ্চ আদালতের রায় না দেওয়া পর্যন্ত তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না।
তাঁর মতে, অপর রায়টি হলো- সর্বোচ্চ আদালতের দৃষ্টিতে কোনো অপরাধী নির্বাচনে অংশ নিতে পারবেন না।
এখন, নির্বাচনে খালেদা জিয়ার অংশ গ্রহণের বিষয়টি সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে প্রধান নির্বাচন কমিশনার যোগ করেন।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি ঢাকার একটি বিশেষ আদালত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি প্রধান খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন।
Comments