দুর্নীতি মামলার রায়ের অনুলিপি খালেদার আইনজীবীর হাতে
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের অনুলিপি আজ (১৯ ফেব্রুয়ারি) পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী।
এর ফলে, ঢাকার একটি বিশেষ আদালতের দেওয়া রায়ে কারাগারে থাকা বিএনপি প্রধান হাই কোর্টে জামিন আবেদন করতে পারবেন।
ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর একজন সহকারী মোকাররম হোসেন আনুষ্ঠানিকভাবে রায়ের অনুলিপি খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়ার কাছে পৌঁছে দেন।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালত বিএনপি নেত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন।
Comments