হবিগঞ্জে বিএনপির মিছিলে পুলিশের রাবার বুলেট, আহত ২০
হবিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের ছোড়া রাবার বুলেটে অন্তত ২০ জন আহত হয়েছেন বলে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। দুর্নীতি মামলায় খালেদা জিয়ার কারাদণ্ডের প্রতিবাদে সারাদেশে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ সকালে হবিগঞ্জে মিছিল বের করেছিল দলটি।
মৌলভীবাজার পৌরসভার বিএনপি সমর্থিত মেয়র জিকে ঘোষ দ্য ডেইলি স্টারের স্থানীয় প্রতিনিধিকে বলেন, হবিগঞ্জ শহরের শায়েস্তাগঞ্জে সকাল ১১টার দিকে বিএনপির কয়েকশ নেতাকর্মীর মিছিলে পুলিশ গুলি চালায়।
তবে এই ঘটনায় কেউ আহত হয়নি বলে দাবি স্থানীয় পুলিশের।
হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক বলেন, বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি করেছে। জড়ো হয়ে বেআইনি কাজ শুরু করায় পুলিশ তাদের ছত্রভঙ্গ করেছে।
ওসির দাবি, বিএনপির নেতাকর্মীরা তাদের সাথে দুর্ব্যবহার করেছে। তাই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ ফাঁকা গুলি করেছে।
গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ডের রায়ের পর থেকে বিভিন্ন ধরনের প্রতিবাদ কর্মসূচি পালন করছে বিএনপি। তবে এখন পর্যন্ত তারা হরতাল বা অবরোধের মত কোনো কর্মসূচি নেয়নি।
গতকাল বিএনপির পক্ষ থেকে সব জেলা প্রশাসককে স্মারকলিপি দেওয়া হয়। আজ ঢাকা বাদে সারাদেশে জেলা ও বিভাগীয় শহরে দলটির বিক্ষোভ মিছিল করার কথা রয়েছে।
এর আগে গত সোমবার প্রেসক্লাবের সামনে মানববন্ধন, মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট ও বুধবার অনশন পালন করে বিএনপি।
Comments