রায়ের বিরুদ্ধে খালেদার আপিল
জিয়া অরফানেজ দুর্নীতি মামলায় নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছেন খালেদা জিয়া।
খালেদার আইনজীবী আজ হাইকোর্টে সংশ্লিষ্ট কার্যালয়ে ১,২২২ পৃষ্ঠার আপিল আবেদন জমা দেন। আপিলে বলা হয়েছে, জিয়া অরফানেজ ট্রাস্ট প্রতিষ্ঠায় তিনি কোনো ধরনের দুর্নীতির সাথে জড়িত ছিলেন না।
গত ৮ ফেব্রুয়ারি এই মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের সাজা ও ২ কোটি ১০ লাখ টাকা জরিমানার রায় দেন ঢাকার একটি বিশেষ জজ আদালত। রায় ঘোষণার পর খালেদাকে নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।
আপিল আবেদনের উদ্ধৃতি দিয়ে খালেদার আইনজীবী সগির হোসেন লিওন দ্য ডেইলি স্টারকে বলেন, দুর্নীতি দমন কমিশন খালেদার বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছে তা মিথ্যা ও বানোয়াট। বিচারিক আদালতে তারা কোনো মূল কাগজপত্রও উপস্থাপন করতে পারেনি।
এডভোকেট সগির আরও বলেন, রায়ের বিরুদ্ধে আপিলের পাশাপাশি জামিনের জন্য পৃথক আবেদন করা হবে। আজ আপিলের শুনানির সম্ভাবনা নেই বলেও তিনি জানিয়েছেন।
Comments