ট্রেনের ছাদ থেকে পড়ে ৪ গার্মেন্টস কর্মী নিহত
নওগাঁর রানীনগরে একটি আন্তনগত ট্রেনের ছাদ থেকে পড়ে চার জন গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন। পদচারী সেতুর সাথে ধাক্কা লাগায় চলন্ত ট্রেন থেকে তারা ছিটকে পড়েন।
ঢাকা থেকে দিনাজপুরগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি ভোর ৪টার দিকে রানীনগর স্টেশন অতিক্রম করার সময় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন নওগাঁর সাহাপুর উপজেলার মালিপুর গ্রামের আমিনুল ইসলাম (৩০) ও দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বড়-হাকিমপুর-ডাক্তারপাড়ার জাহাঙ্গীর আলম (১৯)।
তবে অপর দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে পুলিশ নিশ্চিত করতে পারেনি বলে আমাদের দিনাজপুর প্রতিনিধি জানিয়েছেন।
সান্তাহার জিআরপির ওসি আকবর হোসেন বলেন, আজ বুধবার সকালে পুলিশ লাশ উদ্ধার করেছে। এই ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাদের নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
Comments