সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ পুনঃস্থাপিত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঢাকাগামী ‘উপবন এক্সপ্রেস’ লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ থাকার পর তা আবার পুনঃস্থাপন করা হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের সহকারী পরিচালক সাইয়েদুর রহমান দ্য ডেইলি স্টারকে বিকেল ৫টার দিকে জানান, রেল যোগাযোগ পুনঃস্থাপন করা হয়েছে।
এর আগে জানা যায়, ট্রেনে থাকা অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন। সেখান থেকে প্রতিমন্ত্রী মান্নান পরে জিপে করে ঢাকায় পৌঁছেন বলে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম জানান।
তিনি বলেন, প্রতিমন্ত্রী ছিলেন যে বগিতে এবং তার পরের দুটি বগি ছাড়া বাকিগুলো লাইনচ্যুত হয়েছে।
শ্রীমঙ্গল রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন জানিয়েছেন, ট্রেনটি বৃহস্পতিবার দিনগত রাত ১২টা ৫০ মিনিটে শ্রীমঙ্গল স্টেশন ছেড়ে যায়।
বাংলাদেশ রেলওয়ের সিলেট বিভাগের সহকারী প্রকৌশলী মুজিবুর রহমান জানান, শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন ছেড়ে সাতগাঁও রেলওয়ে স্টেশন অতিক্রমের পর ট্রেনের পুলিং রড ভেঙে লাইনের পয়েন্ট অ্যান্ড ক্রসিং-এর কয়েকটি ব্লকের মধ্যে পড়ে ব্লক ভেঙে যায়। এসময় ট্রেনের ১১টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।
ট্রেনটি উদ্ধারের জন্য শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৬টায় কুলাউড়া থেকে একটি ট্রেন ও আখাউড়া থেকে আরও একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার কাজ শুরু হয়েছে।
Comments