ঢাকায় ৩ কচ্ছপ বিক্রেতার কারাদণ্ড

Rab ‍seize turtles
২৩ ফেব্রুয়ারি ২০১৮, র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) সদস্যরা ঢাকার শাঁখারী রাজার এলাকা থেকে জীবিত ও মৃত অবস্থায় মোট ছয় মন ওজনের ৮০টি বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার করেন। ছবি: সংগৃহীত

ঢাকার শাঁখারী রাজার এলাকায় বিপন্ন প্রজাতির কচ্ছপ ও কচ্ছপের মাংস বিক্রি করার দায়ে আজ (২৩ ফেব্রুয়ারি) তিনজনকে নয় মাসের করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) এর নির্বাহী ম্যাজিট্রেট মোহাম্মদ সারওয়ার আলম দ্য ডেইলি স্টারকে বলেন, র‌্যাবের সদস্যরা এসময় আসামিদের কাছ থেকে জীবিত ও মৃত অবস্থায় মোট ছয় মন ওজনের ৮০টি কচ্ছপ উদ্ধার করেন।

সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন প্রবীর চন্দ্রদাস, দীপক নন্দী এবং ময়না রানি সরকার।

Comments

The Daily Star  | English

Govt issues notification banning AL activities

A Public Security Division joint secretary confirmed the matter

28m ago