রাখাইনের রাজধানীতে ৩টি বোমা বিস্ফোরণ
মিয়ানমারের রাখাইন রাজ্যের রাজধানী সিত্তেতে শনিবার সকালে তিনটি পৃথক স্থানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাজ্যটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বাসভবনেও একটি বোমা বিস্ফোরিত হয়।
দেশটির পুলিশ বার্তা সংস্থা এএফপিকে বোমা বিস্ফোরণের খবরের সত্যতা নিশ্চিত করে জানান যে, এতে কেউ হতাহত হননি। রাজ্য সরকারের একজন স্থানীয় কর্মকর্তাও বোমা বিস্ফোরণের কথা স্বীকার করেছে। তবে বিস্ফোরণে ক্ষয়ক্ষতি তাৎক্ষণিকভাবে নিরুপণ করা সম্ভব হয়নি।
মিয়ানমারের সংখ্যালঘু মুসলমান রোহিঙ্গাদের ওপর জাতিগত নিপীড়নের মুখে বাংলাদেশে আশ্রয় নেওয়াদের প্রত্যাবাসন নিয়ে দুপক্ষের আলোচনা ও প্রস্তুতির মধ্যে বোমা বিস্ফোরণের খবরটি এলো। বাংলাদেশের সীমান্তবর্তী এই রাজ্যটিতেই রোহিঙ্গাদের বসবাস। তবে সিত্তেতে বোমা বিস্ফোরণ বিরল ঘটনা।
পরিচয় প্রকাশ না করার শর্তে সেখানকার একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এএফপিকে বলেন, ভোর ৪টার দিকে বিস্ফোরণের পর সেখান থেকে অবিস্ফোরিত অবস্থায় তিনটি বোমা উদ্ধার করা হয়েছে।
রাখাইনের রাজ্য সরকারের সচিবের বাসভবনের ভেতরেই একটি বোমার বিস্ফোরণ হয়। অন্য একটি বোমা শহরের একটি অফিসের সামনে ও তৃতীয় বোমাটি সমুদ্র সৈকতে যাওয়ার রাস্তায় বিস্ফোরিত হয়। সিত্তের একজন বাসিন্দা জানান, বিস্ফোরণস্থলগুলোর আশপাশের রাস্তা আটকে রেখেছে পুলিশ।
Comments