ঢাকার নির্বাচন নিয়ে রুল দ্রুত নিষ্পত্তির নির্দেশ
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচনসহ ঢাকার দুই সিটি করপোরেশনে নতুন যুক্ত হওয়া ওয়ার্ডগুলোতে নির্বাচনের তফলিস নিয়ে হাইকোর্টের রুলগুলো দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
ডিএনসিসির মেয়র উপনির্বাচন ও দক্ষিণ সিটি করপোরেশনসহ (ডিএসসিসি) দুই সিটি করপোরেশনে নতুন যুক্ত ওয়ার্ডগুলোয় নির্বাচন নিয়ে হাইকোর্ট গত ১৭ ও ১৯ জানুয়ারি পৃথক তিনটি রুল জারি করেন। নির্বাচন স্থগিত করে হাইকোর্ট এসব রুলে তফসিলকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা সরকার ও নির্বাচন কমিশনের কাছে জানতে চান।
হাইকোর্টের দেওয়া আদেশের ওপর স্থগিতাদেশ চেয়ে নির্বাচন কমিশনের করা পৃথক তিনটি লিভ টু আপিল নিষ্পত্তি করে আজ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ আজ বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চকে ওই রুলগুলোর দ্রুত শুনানি করে নিষ্পত্তির আদেশ দিলেন।
তবে রুলগুলোর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই নির্বাচনে হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকবে।
এর আগে তিনটি রিট আবেদনের প্রেক্ষিতে গত ১৭ ও ১৮ জানুয়ারি হাইকোর্ট ডিএনসিসি ও ডিএসএসসি নির্বাচন ছয় মসের জন্য স্থগিত করেন। সেই সাথে তিনটি পৃথক রুল জারি করে এই নির্বাচনের তফসিলকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চান হাইকোর্ট। ২৬ ফেব্রুয়ারি এই নির্বাচন হওয়ার কথা ছিল।
Comments