বাংলাদেশ-শ্রীলঙ্কার বিপক্ষে মূল তারকাদের বিশ্রাম দিল ভারত
শ্রীলঙ্কায় ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট নিদহাস কাপে বেশ কয়েকজন মূল তারকাকে ছাড়াই দল ঘোষণা করেছে ভারত। নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি অনুমিত বিশ্রাম পেয়েছেন। বিশ্রাম পেয়েছেন সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও। নেই মূল কয়েকজন বোলারও।
মূল খেলোয়াড়দের বিশ্রামের মিছিলে শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিপক্ষে দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। তার ডেপুটি করা হয়েছে শিখর ধাওয়ানকে।
দক্ষিণ আফ্রিকায় কঠিন সফরে ভালো করা পেসার জাসপ্রিট বোমরাহ, ভুবনেশ্বর কুমারকে এই টুর্নামেন্টে খেলাচ্ছে না ভারত। বদলে সুযোগ পেয়েছেন মোহাম্মদ সিরাজের মত তরুণ তারকা। অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াও পেয়েছেন বিশ্রাম। চায়নাম্যান কুলদীপ যাদবকে এই টুর্নামেন্টে খেলিয়ে ক্লান্ত করতে চায়নি ভারতীয়রা। তবে দলে আছেন লেগ স্পিনার যুজবেন্দ্র চেহেল।
৬ মার্চ নিদহাস কাপের উদ্বোধনী ম্যাচেই স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে ভারত। ৮ তারিখ পরের ম্যাচে ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ।
ভারত দল: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, সুরেশ রায়না, মানিশ পান্ডে, দীনেশ কার্তিক, দিপক হোডা, ওয়াসিংটন সুন্দর। যুজবেন্দ্র চেহেল, অক্ষর প্যাটেল, বিজয় শঙ্কর, শার্দুল ঠাকুর, জয়দেন উদাকান্ত, মোহাম্মদ সিরাজ, ঋষভ পান্ত।
Comments