সিলেটে পাথর কোয়ারির গর্তে ধস: নিহত ২
সিলেটের কোম্পানিগঞ্জে পাথর উত্তোলনের সময় কোয়ারির গর্তে ধ্বস নেমে দুই জন শ্রমিক নিহত হয়েছেন। গত রাতে এই দুর্ঘটনার সময় অবৈধভাবে সেখান থেকে পাথর তোলা হচ্ছিল।
নিহতরা হলেন, মতিউর রহমান (৩০) ও রুহুল (২২)। আমাদের সিলেট প্রতিনিধি জানান, নিহত দুজনেরই বাড়ি সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার মুরাদপুর গ্রামে।
দুর্ঘটনার পর সেখান থেকে আকবর আলী (৪৫) নামের একজনকে গ্রেফতার করে পুলিশ। তিনি শ্রমিক নিয়োগ করে সেখান থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের কাজ করাচ্ছিলেন। কোম্পানিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) দিলীপ কান্তি নাথ গ্রেফতারের কথা নিশ্চিত করেছেন।
নিহত দুজনের সাথে অন্য যারা পাথর তুলছিলেন তারা দিলীপ কান্তি নাথকে বলেন, গত রাত ৮টার দিকে পাথর উত্তোলনের সময় গর্তে মাটি ধসে পড়লে দুজন প্রাণ হারান। এসময় আরও চার জন শ্রমিক আহত হন। তাদেরকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের সময় কোয়ারিগুলোতে হরহামেশাই দুর্ঘটনা ঘটছে। এতে নিহতের পাশাপাশি বহু শ্রমিক আহত হচ্ছেন। চলতি বছরে প্রথম দুই মাসেই পাথর কোয়ারিতে ১৩ জন শ্রমিক প্রাণ হারিয়েছেন। আর গত বছর নিহত হয়েছেন মোট ৩২ জন।
Comments