অপর মামলায় ১৩ মার্চ পর্যন্ত জামিনের মেয়াদ বাড়ল খালেদার

​জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আগামী ১৩ মার্চ পর্যন্ত খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়িয়েছেন ঢাকার একটি বিশেষ জজ আদালত।
খালেদা জিয়ার জামিনের মেয়াদ

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আগামী ১৩ মার্চ পর্যন্ত খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়িয়েছেন ঢাকার একটি বিশেষ জজ আদালত।

খালেদার আইনজীবী আব্দুর রেজাক খানের আবেদনের প্রেক্ষিতে ঢাকার বিশেষ জজ আদালত-৫ আজ সোমবার খালেদার জামিন বাড়ানোর আদেশ দেন। এর আগে গতকাল ওই আদালত খালেদার এক দিন জামিনের মেয়াদ বাড়িয়ে আজ সোমবার পর্যন্ত জামিন মঞ্জুর করেছিলেন।

খালেদা জিয়াসহ অপর তিন জনকে আসামী করে দুর্নীতি দমন কমিশন ২০১১ সালের আগস্ট মাসে তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে। ক্ষমতার অপব্যবহার করে অজ্ঞাত উৎস থেকে ট্রাস্টের জন্য অর্থ লেনদেনের অভিযোগ আনা হয় মামলায়। মামলার অন্য আসামীরা হলেন,  ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী,  হারিছ চৌধুরীর ব্যক্তিগত সহকারী সচিব (এপিএস) জিয়াউল ইসলাম মুন্না ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার এপিএস মনিরুল ইসলাম খান।

এর আগে ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের সাজা দেওয়া হয় খালেদা জিয়াকে। বর্তমানে তিনি ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে আছেন। খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানসহ এই মামলার অপর পাঁচ আসামীকে ১০ বছরের কারাদণ্ড ও তাদের প্রত্যেককে ২ কোটি ১০ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

Comments

The Daily Star  | English

Singapore’s Financial Intelligence Unit seeks info on S Alam Group

The overseas assets of S Alam Group, including those in Singapore, came under scrutiny following recent media reports.

2h ago