টাইগারদের অন্তর্বতী প্রধান কোচ ওয়ালশ
নিদহাস কাপের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশকে। আগের সিরিজে প্রধান কোচের আদলে টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্ব থাকা খালেদ মাহমুদ সুজন এবার এই দায়িত্ব হারালেন।
আজ সোমবার বোর্ড পরিচালকদের নিয়ে সভা শেষে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন প্রধান কোচের নাম ঘোষণা করেন। আপাতত প্রধান কোচ হিসেবে কাউকে না পাওয়ায় ক্যারিবিয়ান কিংবদন্তি ওয়ালশকে ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে।
ওয়ালশকে দায়িত্ব দেওয়ার ব্যাখ্যায় নাজমুল বলেন, ' আমরা হেড কোচের ব্যাপারটা ঠিক করেছি। শুধুমাত্র নিদহাস ট্রফির জন্য। আমরা ঠিক করেছি কোর্টনি ওয়ালশকে হেড কোচের দায়িত্ব দেব। তার অভিজ্ঞতা আছে। সকলেই তাকে অত্যন্ত সম্মান করে। আমার মনে হয় এই ব্যাপারে কোন কনফিউশন থাকার সুযোগ নাই।'
শ্রীলঙ্কার স্বাধীনতা দিবস উপলক্ষে কলম্বোয় ভারত ও স্বাগতিকদের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ। এর আগে ঘরের মাঠে ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্ট ও শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে দলের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্বে ছিলেন খালেদ মাহমুদ সুজন। পদের নাম টেকনিক্যাল ডিরেক্টর হলেও তার কাজ ছিল প্রধান কোচেরই। ওই সিরিজে দল ব্যর্থ হওয়ার পর গণমাধ্যমে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন মাহমুদ।
Comments