পেস বলে ‘ভালো খেলেন’ তাই ইমরুল দলে
টি-টোয়েন্টি দলে ইমরুল কায়েসের ফেরা যেন বিস্ময়কর। পরিসংখ্যান তার বিপক্ষে কথা বলছে, এই সংস্করণে বাদ পড়ার ঘরোয়া ক্রিকেটে করতে পারেননি আহামরি কিছু। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন তবু তাকে দলে রেখে শোনালেন নতুন কথা।
এখনো পর্যন্ত ১৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে মোট ১১৯ রান করেছেন ইমরুল। মাত্র ৯.১৫ গড় একজন ওপেনারের জন্য বড্ড বিব্রতিকর। টি-টোয়েন্টিতে দাবি থাকে আগ্রাসী খেলার, সেখানেও চাহিদা মেটাতে পারেননি তিনি। তার ৮৮.৮০ স্ট্রাইকরেটও এই সংস্করণের জন্য বেশ বেমানান। তবু কোন বিবেচনায় ফের দলে ফিরলেন ইমরুল? প্রধান নির্বাচক দিলেন নতুন তথ্য,
‘ইমরুল কায়েসের অন্তর্ভুক্তি তৃতীয় ওপেনার হিসেবে। আমরা চাচ্ছি, যারা ফাস্ট বোলিংয়ের বিপক্ষে ভালো ব্যাটিং করতে পারে, যেহেতু ও টেস্টে ওপেন করে। শ্রীলঙ্কার কন্ডিশনে পেসারদের আধিক্য থাকবে। ইন্ডিয়াও অনেক পেসার নিয়ে খেলে। ওই সব চিন্তা করেই তৃতীয় ওপেনার হিসেবে ওকে নেয়া।’
পেসের বিপক্ষে ভালো খেলেন বলে এতদিন নামডাক ছিল না ইমরুলের। পেসের বিপক্ষে ভালো খেলা আরও ব্যাটসম্যান থাকলেও ইমরুল বিবেচিত হয়েছেন অভিজ্ঞতার জন্যে, ‘আমরা অভিজ্ঞতাকে একটা কারণেই মূল্যায়ন করেছি যে, যেহেতু আমাদের শ্রীলঙ্কা সিরিজটা খুব খারাপ গেছে। এখন যদি অভিজ্ঞতাটা কাজে লাগাতে পারে।’
ইমরুল কায়েস সর্বশেষ টি-টোয়েন্টি দলে ছিলেন দক্ষিণ আফ্রিকা সফরে। দুই ম্যাচেই ওপেন করতে নেমে হয়েছেন ব্যর্থ। প্রথম ম্যাচে ১০ রান করার পর পরের ম্যাচে করেন ৬ রান। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে অনুমিতভাবেই বাদ পড়েন এই সংস্করণ থেকে। এবার শ্রীলঙ্কাতে নিদহাস কাপের দলে ফেরার আগেও তাকে করতে হলো না বিশেষ কিছু।
Comments