কলকাতা বন্দরে বাংলাদেশি নাবিকের লাশ উদ্ধার
কলকাতার খিদিরপুর বন্দরে একটি বাংলাদেশি জাহাজ থেকে ওই জাহাজেরই নাবিকের দেহ উদ্ধার করেছে কলকাতা বন্দর থানার পুলিশ।
এম-ভি গল্ফ-৩ নামের জাহাজটির নাবিক মাফুর আলমের বয়স ৪৭ বছর। তার বাড়ি চট্টগ্রামের মিরসরাই থানার শিবপুর গ্রামে। বাবার নাম সালেহ আহমেদ।
খিদিরপুর পোর্ট ট্রাস্ট অফ ইন্ডিয়ার বন্দর পরিদর্শক একে সিং বৃহস্পতিবার সকালে দ্য ডেইলি স্টারকে জানান, ২২ ফেব্রুয়ারি চট্টগ্রাম থেকে এম-ভি গল্ফ-৩ পণ্যবাহী জাহাজটি বন্দরে নোঙর করে। পণ্য খালাসের জন্য বন্দরেই ছিল জাহাজটি। কিন্তু ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় জাহাজের কর্মীরা খবর দেয়, জাহাজের মধ্যে তাদের নাবিকের মৃতদেহ পড়ে রয়েছে। বন্দর পুলিশ দেহ উদ্ধার করে পার্শ্ববর্তী এসএসকেএম (পিজি) হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকরা মাফুর আলমকে মৃত ঘোষণা করেন। বুধবার সেখানেই ময়না তদন্ত শেষ করে রাতেই ফ্লাইটে চট্টগ্রামের দেহ পৌঁছায়।
এ বিষয়ে যোগাযোগ করা হলে কলকাতার বাংলাদেশ উপদূতাবাসের কনসুলার (পলিটিক্যাল) বি এম জামাল হোসেনও এই খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও বলেন, বুধবার দেশে ফিরিয়ে নেওয়ার যাবতীয় কাগজপত্র তৈরি করে দেওয়া হয়।
Comments