বকেয়া ভ্যাট পরিশোধের নিশ্চয়তা দেওয়ায় খুলে গেলো রবির ব্যাংক হিসাব
সুপ্রিম কোর্টের আদেশের কয়েক ঘণ্টার মধ্যে বিবাদের নিষ্পত্তি ঘটালো বেসরকারি মোবাইল ফোন অপারেটর রবি। বকেয়া মূল্য সংযোজন কর বা ভ্যাট পরিশোধের নিশ্চয়তা দেওয়ায় প্রতিষ্ঠানটির ব্যাংক হিসাব লেনদেন খুলে দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বোর্ডের বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ)-এর কমিশনার মতিউর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, রবি-আজিয়াটা লিমিটেড ১৮ কোটি ৭২ লাখ টাকা বকেয়া ভ্যাট দিতে রাজি হয়েছে।
তিনি বলেন, “রবির ব্যাংক হিসাব লেনদেন খুলে দেওয়া সংক্রান্ত একটি চিঠি আমরা সব ব্যাংকের কাছে পাঠিয়েছি।”
এর আগে আজ (১ মার্চ) সুপ্রিম কোর্ট রবির ব্যাংক হিসাব খুলে দেওয়া সংক্রান্ত হাইকোর্টের আদেশের ওপর তিনদিনের স্থগিতাদেশ দেন। এর ফলে আবারো বন্ধ করে দেওয়া হয় অপারেটরটির ব্যাংক হিসাব লেনদেন।
উল্লেখ্য, ভ্যাট ফাঁকি দেওয়ার অভিযোগে রবির সব ব্যাংক হিসাব জব্দ করে দেয় এনবিআর। দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটরটির বিরুদ্ধে ১৮ কোটি ৭২ লাখ টাকা ফাঁকি দেওয়ার অভিযোগে গত ২৭ ফেব্রুয়ারি এই ব্যবস্থা নেওয়া হয়।
এনবিআর-এর এই সিদ্ধান্তের বিরুদ্ধে রবি হাইকোর্টে রিট আবেদন করলে সেদিনই ব্যাংক হিসাব জব্দ করার ওপর স্থগিতাদেশ দেন হাইকোর্ট। বুধবার হাইকোর্টের স্থগিতাদেশের স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ আবেদনের শুনানি শেষে আজ এই আদেশ দেন।
Comments