ভারতে নিরাপত্তারক্ষীদের গুলিতে ১০ মাওবাদী নিহত
ভারতে নিরাপত্তারক্ষীদের গুলিতে অন্তত ১০ জন মাওবাদী সমর্থক নিহত হয়েছেন বলে পুলিশ দাবি করেছে। আজ (২ মার্চ) দেশটির ছত্তিশগড় রাজ্যের বিজাপুরে পূজারী জঙ্গলে তেলেঙ্গেনা পুলিশ এবং ছত্তিশগড় পুলিশের যৌথ অভিযানে এ ঘটনা ঘটে।
ভারতীয় গণমাধ্যমের দাবি, এই এনকাউন্টারের ঘটনায় দুজন পুলিশ সদস্যও গুরুত্বর আহত হয়েছেন।
গণমাধ্যম আরো জানায়, নিহতদের মধ্যে মাওবাদী শীর্ষ নেতা হরি ভূষণও থাকতে পারেন। তবে এই বিষয়ে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি সংগঠনটির পক্ষ থেকে।
এদিকে মাওবাদী অভিযানে নেতৃত্ব দেওয়া নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তা ডি এম আওয়াস্তি এই অভিযান সম্পর্কে সংবাদমাধ্যমকে বলেন, গত ২৫ ফেব্রুয়ারি মাওবাদীদের হামলায় দুজন ছত্তিশগড় আর্মড ফোর্সেস বা সিএএফ সদস্য গুরুতর আহত হন। এর আগেও ১৮ ফেব্রুয়ারি সুকমায় পুলিশ এবং মাওবাদীদের মধ্যে সংঘর্ষে দুজন জওয়ান নিহত হয়েছিলেন।
তবে মাওবাদীদের সংঘর্ষে মৃত্যু হয়নি, তাঁদের গুলি করে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন মাওবাদী সমর্থক প্রখ্যাত সাহিত্যিক বারবারা রাও। পুলিশের দাবিকে তিনি উড়িয়ে দিয়ে বলেন, এই দাবি মিথ্যা, বানানো নাটক।
Comments