‘কোথায় আছি, সেটা আগেই চিন্তা করলে পিছিয়ে পড়বো’

Soumya Sarkar
সৌম্য সরকার। ফাইল ছবি: ফিরোজ আহমেদ

ঘরের মাঠে সিরিজ হেরে কিছুটা পিছিয়ে থাকলেও শ্রীলঙ্কায় গিয়ে তা মাথায় আনতে চায় না বাংলাদেশ। ওপেনার সৌম্য সরকার জানাচ্ছেন দেয়ালে পিঠ ঠেকার পর ইতিবাচক ক্রিকেটই হবে ঘুরে দাঁড়ানোর মূলমন্ত্র।

টি-টোয়েন্টি ফরম্যাটে এমনিতেই এখনো ঠিক জুতসই অবস্থায় যেতে পারেনি বাংলাদেশ। এরমধ্যে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান আছেন ইনজুরিতে। শ্রীলঙ্কার মাঠে শ্রীলঙ্কা তো শক্তিশালীই, অন্য দলটি আবার ভারত। যদিও বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনীরা বিশ্রামে। কিন্তু ভারতের টি-টোয়েন্টি দলে যারা আছেন তারাও এখন বড় বড় নাম। তবে প্রতিপক্ষের শক্তির কথা ভেবে আগেভাগেই পিছিয়ে পড়তে রাজী নন সৌম্য, আমরা যদি আমাদের অবস্থান নিচে দেখি, তাহলে আগেই আমরা পিছিয়ে পড়বো। ওই রকম তো সুযোগ নেই। আমি মনে করি, যারা ভালো খেলবে তারাই জিতবে। ওই সময়ে যদি ভালো খেলতে পারি, তাহলে জিতবো। কে কোথায় আছি, সেটা আগেই চিন্তা করলে আমরা পিছিয়ে পড়বো।

কলম্বোয় শ্রীলঙ্কার স্বাধীনতা দিবস উপলক্ষে টি-টোয়েন্টি টুর্নামেন্ট হতে যাচ্ছে চ্যালেঞ্জের। বাড়তি অনুশীলন করে সে কঠিন পথ পাড়ি দেওয়ার আশা সৌম্যের।

‘আগে শুধু শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে গিয়েছিলাম। আর এখন একটা ফরম্যাটে খেলা হলেও প্রতিপক্ষ দুইটা। প্লান আলাদা থাকবে তাই। খেলার ধরনও আলাদা থাকবে। অন্য দেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলা কঠিন হবে। আমাদের অনুশীলন যতো ভালো করতে পারবো, ওখানে গিয়ে আমাদের সফলতার সম্ভাবনা ততো বেশি হবে।’

যেকোনো ফরম্যাটেই সাকিব আল হাসান দলের মূল ভরসা। বিশ্বব্যাপী ঘুরে ঘুরে ফ্রেঞ্চাইজি টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতায় টি-টোয়েন্টিতে তার প্রয়োজনীয়তা আরো বেশি। সাকিবের চোটের যা খবর তাতে প্রথম দুই ম্যাচে তাকে পাওয়া যাচ্ছে না নিশ্চিতই। অনিশ্চয়তা আছে গোটা টুর্নামেন্ট নিয়েই,

‘টি-টোয়েন্টি ছোট ফরম্যাট তো, সুতরাং একজন বোলারের উপর নির্ভর করা যাবে না। দুইটা পার্ট যদি ভালো হয়, তাহলে তো খুবই ভালো। সাকিব ভাইয়ের অবস্থা জানি না। উনি থাকলে দলের আলাদা একটা শক্তি থাকবে। তিন সাইডেই তিনি থাকলে ভালো হয়। ওইটা চিন্তা না করে, আমরা বাকি যারা আছি, তারা ভালো কিছু করতে পারলে ভালো হবে।’

ওয়ানডে আর টেস্ট থেকে জায়গা হারিয়েছেন সৌম্য। তবে গত এক বছরে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাটসম্যান তিনিই, করেছেন সর্বাধিক রান। শ্রীলঙ্কার বিপক্ষে এবার পেয়েছেন প্রথম ফিফটি। শ্রীলঙ্কাতেও চেনা ছন্দ ধরে রাখতে একাগ্র তিনি, ‘মাঠে খেলতে নামি, চেষ্টা থাকে ভালো করার, রান করার। ভালো খারাপ তো থাকেই। ওখানে চারটা ম্যাচে আছে প্রথমে। একটা একটা শুরু করবো। একটা একটা ম্যাচে ভালো করতে চেষ্টা করবো। শুরু থেকেই নিজেকে প্রমাণ করার চেষ্টা করবো।’

 

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

10h ago