ত্রিপুরায় জয়ে আশাবাদি পশ্চিমবঙ্গ বিজেপি, গুরুত্ব নেই বলছে তৃণমূল
ত্রিপুরায় বিজেপির জয়জয়কারের খুশি পশ্চিমবঙ্গ বিজেপি। তবে এটিকে কোনো গুরুত্ব দিতে রাজি নয় রাজ্যটির ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস।
ত্রিপুরার জয়ের পর বিজেপির রাজনৈতিক স্লোগান হচ্ছে- “বদলেছে ত্রিপুরা, বদলাবে বাংলা”। শনিবার দুপুর থেকে গেরুয়া শিবিরের অফিসিয়াল ফেসবুক পেজে এমন স্লোগান দেখা যাচ্ছে।
বিজেপি পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এমন ঐতিহাসিক জয়ে ত্রিপুরার মানুষকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেন, আগামীতে পশ্চিমবঙ্গের মানুষ একইভাবে এখানে বদল আনবেন। সেটার জন্যও প্রস্তুত থাকতে বলেছেন তিনি।
হালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া মুকুল রায়ও প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছেন, ত্রিপুরার বামফ্রন্টের হার হবে সেটা টের পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাই এই দায় তাকেও নিতে হবে।
যদিও তৃণমূল কংগ্রেসের নেতা পার্থ চট্টোপাধ্যায় কলকাতায় সংবাদ সম্মেলনে বিজেপির এই জয়কে বামেদের ভুলের খেসারাত হিসাবে আখ্যায়িত করেছেন। একই সঙ্গে বিজেপির এই জয়ে পশ্চিমবঙ্গে তেমন কোনো প্রভাব না পরার কথাও বলেন তিনি। পার্থ চট্টোপাধ্যয়ের ভাষায়, ত্রিপুরার ভোট বিজেপির “ফোর্স আর সোর্স”-এর ফলাফল।
তৃণমূলের ওই নেতা বলেছেন, বামফ্রন্টের ভুল আছে। তারা অন্য সহযোগিদের গুরুত্ব দেয়নি। তারা সেই ভুলের খেসারত দিচ্ছেন।
২০১৬ সালে সর্বশেষ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ২৯৮ আসনের মধ্যে বিজেপি মাত্র ৬টি আসন পেলেও আগের বিধানসভা ভোটের নিরিখে ভোট বাড়ে ১০.৭ শতাংশ। ত্রিপুরায় সর্বশেষ নির্বাচনে বিজেপির ভোট বেড়েছিল মাত্র ১.৩০ শতাংশ। সেখানে এবার তাদের এই জয়; পশ্চিমবঙ্গে গেরুয়া শিবিরকে যথেষ্ঠ আশাবাদি করে তোলার জন্য যৌক্তিক বলেই মনে করছেন ফলাফল বিশ্লেষকরা।
Comments