ছিটকেই গেলেন সাকিব, বদলি লিটন
নিদহাস কাপে সাকিব আল হাসানের খেলা নিয়ে অনিশ্চয়তা ছিলো। তবু শেষ মুহূর্ত পর্যন্ত আশায় ছিল বিসিবি। থাইল্যান্ডে চেকআপ করতে যাওয়ার পর সে আশাও বিলিন হয়ে যায়। ত্রিদেশীয় এই টুর্নামেন্ট থেকে তাই তার ছিটকে যাওয়ার খবর আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে। সাকিবের বিকল্প হিসেবে শ্রীলঙ্কায় যাচ্ছেন লিটন কুমার দাস। দলের ভারপ্রাপ্ত অধিনায়ক থাকছেন মাহমুদউল্লাহ রিয়াদই।
এর আগে সাকিবকে অধিনায়ক রেখেই ১৬ জনের দল ঘোষণা করেছিল বিসিবি। প্রথম দুই ম্যাচে সাকিব থাকছেন না ধরে নিয়ে মেহেদী হাসান মিরাজকে রাখা হয়েছিল বিকল্প হিসেবে। এবার সাকিব একেবারেই ছিটকে যাওয়ার পরও দলে আরও একজন বিকল্প যুক্ত করল বিসিবি। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে প্রাইম দোলেশ্বরের হয়ে দুই সেঞ্চুরি তুলে এক সিরিজ পরই টি-টোয়েন্টি দলে ফিরেছেন লিটন। লিটন যুক্ত হওয়ায় ১৬ জনের দলে এখন উইকেটরক্ষক ব্যাটসম্যান তিনজন।
গত ২৭ জানুয়ারির ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আঙুলে চোট পান সাকিব। সেই চোট গুরুতর হওয়ায় খেলতে পারেননি টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ। পুরোপুরি সেরে না উঠায় খেলতে পারছেন না নিদহাস কাপেও।
শ্রীলঙ্কার স্বাধীনতা দিবস উপলক্ষে ৬ মার্চ থেকে কলম্বোতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হবে। টুর্নামেন্টের অপর দল ভারত। ৮ মার্চ প্রথম ম্যাচে ভারতের বিপক্ষেই নামবে বাংলাদেশ।
নিদহাস ট্রফির বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, আবু হায়দার, আরিফুল হক, নাজমুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি, তাসকিন আহমেদ ও লিটন কুমার দাস।
Comments