সাকিবের অভাব রাতারাতি পূরণ করা শক্ত: ওয়ালশ
সাকিব আল হাসান না থাকার অর্থ সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজে টের পেয়েছে বাংলাদেশ। ব্যাটে-বলে সমান পারদর্শী সাকিবের অভাব পূরণে ঠিক প্রস্তুত নয় টিম ম্যানেজমেন্ট। ভারপ্রাপ্ত প্রধান কোচ কোর্টনি ওয়ালশের মতে এই ধরনের খেলোয়াড়ের অভাব রাতারাতি পূরণ করা বেশ কঠিন।
শ্রীলঙ্কায় ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগের দিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আসার কথা দলের অধিনায়ক আর কোচের। কিন্তু শনিবার দুপুরে ভারপ্রাপ্ত প্রধান কোচ কোর্টনি ওয়ালশ এলেন একাই। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান চোটে, সহ-অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ খেলতে গেছেন পিএসএলে। ওয়ালশের একা না এসে আর উপায় কি।
সংবাদ সম্মেলনের সময়েও সাকিবের আনুষ্ঠানিকভাবে ছিটকে পড়ার খবর আসেনি। তবে আঁচ করা যাচ্ছিল আরেকটি সাকিববিহীন সিরিজের। টেস্ট ও টি-টোয়েন্টিতে দলের নিয়মিত অধিনায়ককে না পাওয়ার অস্বস্তি লুকালেন না ওয়ালশ। পেশাদারি জায়গায় থেকেও মেনে নিচ্ছেন এই অভাব, ‘সবাইকে এগিয়ে আসতে হবে (সাকিবের অনুপস্থিতিতে)। তার এখনও চিকিৎসা চলছে। ওকে পাব না ধরে নিয়ে পরিকল্পনা করতে হবে আমাদের। পরিকল্পনার খুব বেশি কিছু আমি প্রকাশ করতে চাই না। তবে ওকে ছাড়া আমাদের একটু ভিন্নভাবে ভাবতে ও এগোতে হবে।’
দলের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান সাকিব, সবচেয়ে গুরুত্বপূর্ণ বোলার। অধিনায়কত্ব তো আছেই। সাকিব মাঠে থাকা মানে দলের ভারসাম্য থাকা। সংকট কাটাতে বাকিরা বাড়তি দায়িত্ব নেবেন বলে আশা ওয়ালশের,
‘ওর মত একজনের অভাব রাতারাতি পূরণ করা কঠিন। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং ও অধিনায়কত্ব-সাকিব সব কিছুই করে। ও না থাকায় সবাইকে বাড়তি দায়িত্ব নিতে হবে।’
Comments