নিজ ক্যাম্পাসে আক্রান্ত অধ্যাপক জাফর ইকবাল
সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিজ ক্যাম্পাসে ছুরিকাঘাতের শিকার হয়েছেন অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। হামলা পর পরই হামলাকারীকে হাতেনাতে ধরে পুলিশে দিয়েছে শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক জহির উদ্দিন দ্য ডেইলি স্টারকে এই খবর নিশ্চিত করেছেন।
আজ (শনিবার) বিকেল সাড়ে ৫টার সময় এই হামলা হয়। জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে একটি অনুষ্ঠান শেষে বেরিয়ে আইসিটি ভবনে আসার সময় পেছন দিক থেকে তার মাথায় আঘাত করে এক দুর্বৃত্ত। সেখানে উপস্থিত থাকা পুলিশ ও শিক্ষার্থীরা হামলাকারীকে আটক করেছে। তবে হামলাকারীর পরিচয় এখনো জানা যায়নি।
হামলাস্থল থেকে উদ্ধার করে আহত জনপ্রিয় এই লেখককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সর্বশেষ খবর অনুযায়ী অধ্যাপক জাফর ইকবালের মাথায় অস্ত্রোপচার করা হচ্ছে। হামলার খবর ছড়িয়ে পড়ার পর শাবিপ্রবি ক্যাম্পাসে বিক্ষোভ চলছে।
Comments