কে এই হামলাকারী ফয়জুর?

অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের উপর হামলাকারী ফয়জুর রহমান
শাবিপ্রবিতে মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুর রহমান। ছবি: স্টার

লেখক ও সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী নাম ফয়জুর রহমান (২৫)।

মাদরাসা ছাত্র ফয়জুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পার্শ্ববর্তী কুমারগাঁওয়ের শেখপাড়ার বাসিন্দা। তার মূল বাড়ি সুনামগঞ্জের দিরাই। গতকাল বিকালে হামলার পর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাকে হাতেনাতে আটক করে আইন প্রয়োগকারীদের হাতে তুলে দেয়।

জিজ্ঞাসাবাদে ফয়জুর র‍্যাবকে বলেছেন, জাফর ইকবালকে ইসলামের শত্রু মনে করে তিনি হামলা করেছেন। র‍্যাব-৯ এর কমান্ডিং অফিসার আলী হায়দার মোহাম্মদ আজাদ গতকাল সিলেটে সাংবাদিকদের ব্রিফ করার সময় এই কথা বলেছেন।

র‍্যাব সিও বলেন, ফয়জুর বলেছে সে একাই হামলা করেছে। তবে সে কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত কিনা তা তদন্ত করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী কুমারগাঁও এলাকার শেখপাড়ায় ফয়জুরের বাড়িতে যৌথভাবে অভিযান চালিয়েছে পুলিশ ও র‍্যাব। সিলেট মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মুনাদির ইসলাম চৌধুরী এই তথ্য জানিয়েছেন।

আইন প্রয়োগকারীরা এসময় তালাবদ্ধ অবস্থায় পায় বাড়িটি। জালালাবাদ থানার ওসি শফিকুর রহমান বলেন, ফয়জুরের মামা ফজলুর রহমানকে পাশের বাড়ি থেকে আটক করা হয়েছে।

তদন্তের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের একটি দলকে সিলেট পাঠানো হয়েছে বলে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন।

পড়ুনঃ ‘জাফর ইকবালের ওপর হামলাকারীরা ধর্মান্ধ’​

আরও পড়ুনঃ জাফর ইকবাল ভালো আছেন: সিএমএইচ​

Comments

The Daily Star  | English

Parts of JP HQ set on fire

Protesters linked to Gono Odhikar Parishad demand ban on JP, accuse it of siding with Awami League

4h ago