ইঞ্জিন বিকল হয়ে ইউএস-বাংলার উড়োজাহাজের জরুরি অবতরণ
ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি উড়োজাহাজ ঢাকায় হজরত শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই একটি ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় অভ্যান্তরীণ রুটের উড়োজাহাজটিকে জরুরি অবতরণ করতে হয়। এই ঘটনায় যাত্রীদের সবাই অক্ষত রয়েছেন।
বেসরকারি বিমান সংস্থাটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৭১ জন যাত্রী, কেবিন ক্রু ও দুই পাইলটের সবাই অক্ষত অবস্থায় রয়েছেন।
ওই কর্মকর্তা বলেন, উড়োজাহাজটি সকাল সাড়ে ৯টায় যশোরের উদ্দেশে ঢাকার বমানবন্দর ত্যাগ করে। কিন্তু মাঝ আকাশে একটি ইঞ্জিন বিকল হয়ে পড়ায় উড্ডয়নের ৫০ মিনিট পর উড়োজাহাজটি ফিরে এসে জরুরি অবতরণ করে।
Comments