বাংলাদেশের প্রথম লক্ষ্যই চ্যাম্পিয়ন হওয়া!

দলের অবস্থা ভালো না। ঘরের মাঠে সব ফরম্যাটে ধরাশায়ী হতে হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে। নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানও। তবু শ্রীলঙ্কায় নিদহাস কাপে খেলতে যাওয়ার আগে আশার বেলুন ওড়ালেন মাহমুদউল্লাহ রিয়াদ।
Mahmudullah
ফাইল ছবি: ফিরোজ আহমেদ

দলের অবস্থা ভালো না। ঘরের মাঠে সব ফরম্যাটে ধরাশায়ী হতে হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে। নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানও। তবু শ্রীলঙ্কায় নিদহাস কাপে খেলতে যাওয়ার আগে আশার বেলুন ওড়ালেন মাহমুদউল্লাহ রিয়াদ।

আগের দিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কেবল অন্তবর্তী  প্রধান কোচ কোর্টনি ওয়ালশ এসেছিলেন। পিএসএলে খেলতে যাওয়া ভারপ্রাপ্ত মাহমুদউল্লাহ দলের সঙ্গে যোগ দিলেন একদিন পর। রোববার দুপুরে কলম্বোর উদ্দেশ্যে যাত্রা করেছে বাংলাদেশ দল।  শ্রীলঙ্কা উড়াল দেওয়ার আগে বিমানবন্দরে নিজেদের লক্ষ্য জানিয়ে গেছেন অধিনায়ক,  ‘লক্ষ্য অবশ্যই টুর্নামেন্ট জেতা,  এটা আমাদের প্রথম লক্ষ্য। তবে পাশাপাশি আমাদেরও অনেক কিছু করার বাকি আছে। অনেক কিছু প্রমাণ করার বাকি আছে।’

তবে তাতেই থেমে থাকছেন না অধিনায়ক। টি-টোয়েন্টি সংস্করণে নিজেদের শক্তি সামর্থ্য নিয়ে উঠা সব প্রশ্নও মাটিচাপা দেওয়ার পণ তাদের।

‘আমরা কতটুকু ভালো করতে পারি এই সংস্করণে। শেষ সংবাদ সম্মেলনেও আমি এই কথাটা বলছিলাম অনেকের মনে হয়তো একটা প্রশ্নবোধক চিহ্ন আছে এই সংস্করণের শক্তিমত্তা নিয়ে। আমার মনে হয় এটা আমাদের জন্য খুব ভালো একটা প্ল্যাটফর্ম আমাদের নিজেদেরকে প্রমাণ করার জন্য।’

শ্রীলঙ্কায় স্বাগতিকরা ছাড়া অপর প্রতিপক্ষের নাম ভারত। শক্তিমত্তায় বিশ্বের সবচেয়ে শক্তিশালী দলগুলোর একটি। ওদের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলিসহ বেশ কয়েকজন বিশ্রামে। তবু স্কোয়াডে যারা আছেন নিজেদের দিনেই যে কাউকে উড়িয়ে দিতে যথেষ্ট। প্রতিপক্ষের দিকে বেশি না দেখে নিজেদের দিকে মন মাহমুদউল্লাহর। শ্রীলঙ্কায় প্রচুর খেলার সুবিধাটাও কাজে লাগাতে চান,  ‘যে কোন প্রতিপক্ষই অনেক গুরুত্বপূর্ণ। আপনি যার বিরুদ্ধেই খেলেন আপনার ভালো খেলতে হবে। আপনি এটা বলতে পারেন ঘরের মাটিতে আমরা খুব ভালো খেলছিলাম এখন আমাদের প্রত্যাশা অনেক বেশি বেড়ে গেছে। আমরা হয়তো শেষ সিরিজে আশানুরূপ পারফরম করতে পারিনি। তবে  যেহেতু উপমহাদেশের পরিবেশ, বেশ অনেকবার আমরা খেলেছিও শ্রীলঙ্কায়। তো ইনশাল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো।’

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago