এবারের অস্কারে ফেভারিট কারা?

বছর ঘুরে আবার এলো চলচ্চিত্র জগতের সবচেয়ে বড় আয়োজন- অস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার হলে আজ (৪ মার্চ) স্থানীয় সময় বিকেল ৫টায় বসবে ৯০তম অস্কার আসর।
Oscar 2018
৪ মার্চ ২০১৮, স্থানীয় সময় বিকেল ৫টায় লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার হলে বসবে ৯০তম অস্কার আসর। ছবি: এপি

বছর ঘুরে আবার এলো চলচ্চিত্র জগতের সবচেয়ে বড় আয়োজন- অস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার হলে আজ (৪ মার্চ) স্থানীয় সময় বিকেল ৫টায় বসবে ৯০তম অস্কার আসর।

গুরুত্বপূর্ণ এই আসরে কাদের হাতে উঠবে বহু প্রতীক্ষিত অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার পুরস্কার- সে নিয়ে জল্পনার শেষে হবে আর খানিক বাদেই। তবে এর আগে একটু দেখে নেওয়া যাক এবারের অস্কারে ফেভারিটদের নাম।

সেরা চলচ্চিত্র

পশ্চিমের বিভিন্ন গণমাধ্যমে দেখা যাচ্ছে এ বছর ফেভারিট হিসেবে দেখা হচ্ছে অপরাধ-বিষয়ক চলচ্চিত্র ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি’ এবং কল্পকাহিনি-ভিত্তিক ‘দ্য শেপ অব ওয়াটার’-কে। পরিচালক মার্টিন ম্যাকডোনাগের ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি’ এবারের অস্কারে পেয়েছে নয়টি মনোনয়ন।

অন্যদিকে, মেক্সিকান পরিচালক গুইলামো দেল তোরোর ‘দ্য শেপ অব ওয়াটার’ অস্কারে ১৩টি বিভাগে মনোনয়ন পেয়ে এ বছর মনোনয়ন তালিকার শীর্ষে অবস্থান করছে।

অনেকে আবার ফেভারিট মনে করছেন পরিচালক ক্রিস্টোফার নোলানের ঐতিহাসিক চলচ্চিত্র ‘ডানকার্ক’ এবং পরিচালক জো রাইটের যুদ্ধ-ভিত্তিক চলচ্চিত্র ‘ডার্কেস্ট আওয়ার’-কেও।

সেরা পরিচালক

‘সেরা পরিচালক’ বিভাগে এ বছর লড়াই হবে ক্রিস্টোফার নোলান, জর্ডান পিলে, গ্রিটা গার্ভিক, পল টমাস অ্যান্ডারসন এবং গুইলারমো দেল তোরোর মধ্যে। তবে কোন পরিচালক ফেভারিট?- এ নিয়ে বিভক্ত রয়েছেন চলচ্চিত্র সমালোচকরা। কারো কারো কাছে নোলান বা পিলে বা গার্ভিক ফেভারিট আবার কারো কারো কাছে ফেভারিট হলেন অ্যান্ডারসন বা দেল তোরো। তাই এই হ্যাভিওয়েট পরিচালকদের মধ্যে কার হাতে উঠবে সেরা পরিচালকের স্বীকৃতি তা দেখার জন্যে অপেক্ষা করতে হবে পরিচালকের নাম ঘোষণা হওয়ার আগ পর্যন্ত।

সেরা অভিনেতা

এই বিভাগে প্রতিযোগিতা হবে ‘কল মি বাই ইওর নেম’-এর তিমোথে শালামেত, ‘ফ্যানটম থ্রেড’-এর ড্যানিয়েল ডে-লুই, ‘গেট আউট’-এর ড্যানিয়েল কালুয়া, ‘ডার্কেস্ট আওয়ার’-এর গেরি ওল্ডম্যান এবং আইন-বিষয়ক চলচ্চিত্র ‘রোমান জে. ইসরায়েল, ইস্কয়ার’-এর অভিনেতা ডেনজেল ওয়াশিংটনের মধ্যে।

তবে চলচ্চিত্র সমালোচকরা এবার গ্যারি ওল্ডম্যানকেই বেশি উপযুক্ত মনে করছেন।

সেরা অভিনেত্রী

এ বছর এ বিভাগে প্রতিযোগিতা করবেন ‘শেপ অব ওয়াটার’-এর স্যালি হকিনস, ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড ইবিং, মিসৌরি’-এর ফ্রান্সিস ম্যাকডোরমান্ড, জীবনী-ভিত্তিক ব্লাক কমেডি ‘আই, টোনিয়া’-র ম্যারগট রবি, কমেডি ড্রামা ‘লেডি বার্ড’-এর সয়ার্সি রোমান এবং রাজনৈতিক থ্রিলার ‘দ্য পোস্ট’-এর মেরিল স্ট্রিপ।

চলচ্চিত্র সমালোচকরা এবার ফ্রান্সিস ম্যাকডোরমান্ডকেই বেশি যোগ্য মনে করছেন। তাঁদের মতে, ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড ইবিং, মিসৌরি’-তে অভিনয় এর জন্য ম্যাকডোরমান্ড আর সব অস্কার মনোনীত প্রার্থীদের চেয়ে স্বীকৃতির বেশি দাবিদার। তবে কেউ কেউ আবার সয়ার্সি রোমান এবং ম্যারগট রবিকে এবছর ফেভারিট মনে করছেন।

উল্লেখ্য, ৯০তম অস্কার আয়োজনটিকে একটু ব্যতিক্রম করার জন্যে নানা রকম চেষ্টা করা হচ্ছে আয়োজকদের পক্ষ থেকে। অনুষ্ঠানটির উপস্থাপনা থেকে শুরু করে পুরস্কার বিজয়ীদের মধ্যেও বৈচিত্র্য দেখা যাবে বলে সব মহল থেকেই ইঙ্গিত দেওয়া হচ্ছে।

তবে সব কিছুর জন্যে অপেক্ষা করতে হবে বাংলাদেশ সময় আগামীকাল (৫ মার্চ) ভোর পর্যন্ত।

Comments

The Daily Star  | English

One month of interim govt: Yunus navigating thru high hopes

A month ago, as Bangladesh teetered on the brink of chaos after the downfall of Sheikh Hasina, Nobel Laureate Muhammad Yunus returned home to steer the nation through political turbulences.

2h ago