পর্দায় ‘নতুন বুবলি’
শবনম বুবলি অভিনীত ‘অহংকার’ এবং ‘রংবাজ’ ছবি দুটি মুক্তি পেয়েছিল প্রায় সাত মাস আগে। অনেকদিন পর্দায় ছিলেন না তিনি। সেই অপেক্ষার পালা শেষ হচ্ছে আগামী ২৩ মার্চ। এদিন মুক্তি পেতে যাচ্ছে পরিচালক উত্তম আকাশের ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’।
ছবিটিতে বুবলির বিপরীতে দেখা যাবে শাকিব খানকে। আগামী সপ্তাহে এটি সেন্সরে জমা পড়বে বলে জানানো হয় ছবিটির সঙ্গে সংশ্লিষ্টদের পক্ষ থেকে।
শবনম বুবলি দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “এই চলচ্চিত্রটিতে আমাকে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথা বলতে হয়েছে। প্রথমদিকে একটু জড়িয়ে গেলেও পরে সব ঠিক হয়ে গেছে। আশা করি, কমেডি ঘরানার এ ছবিটি দর্শকদের ভালো লাগবে।”
ছবিটিতে ভক্তরা নতুন এক বুবলিকে দেখতে পাবেন বলেও মন্তব্য করেন এই অভিনেত্রী।
এছাড়াও, শাকিব খানের সঙ্গে ‘ক্যাপ্টেন খান’ এবং ‘আমার স্বপ্ন আমার দেশ’ নামের দুটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন বুবলি। চলতি মাসের মাঝামাঝি ছবি দুটির শুটিং শুরু হবে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া।
Comments