অস্কার আসরে শ্রীদেবী-স্মরণ

Sridevi at Oscar-In Memoriam
৯০তম অস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠনে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় সদ্য প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবীকে। ছবি: সংগৃহীত

৯০তম অস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হলো সদ্য প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবীকে। সেসময় বলিউড অভিনেতা প্রয়াত শশী কাপুরকেও স্মরণ করা হয়।

গত ৪ মার্চ লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার হলে স্থানীয় সময় সন্ধ্যায় অস্কারের ‘ইন মেমোরিয়াম’ পর্বে বলিউডের এই দুই প্রয়াত তারকাকে সম্মান জানানোর পাশাপাশি চলচ্চিত্র জগতে তাঁদের অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

উল্লেখ্য, বলিউডের বর্ষীয়ান অভিনেতা শশী কাপুর ৭৯ বছরে মারা যান ২০১৭ সালের ডিসেম্বরে এবং বলিউডের প্রথম সুপারস্টার অভিনেত্রী শ্রীদেবী ৫৪ বয়সে মারা যান গত ফেব্রুয়ারিতে।

প্রয়াতদের স্মরণে একটি মিউজিক্যাল ট্রিবিউটের আয়োজন করা হয়েছিলো সেদিন। সংগীতশিল্পী ইদি ভেদার মঞ্চে গেয়ে শোনান টম পেটির ‘রুম অ্যাট দ্য টপ’।

সেসময় অনেকের মধ্যে আরো স্মরণ করা হয় প্রয়াত অভিনয় তারকা রবার্ট অসবোর্ন, জোনাথান ডিমে, জন হেয়ার্ড, ওয়াল্টার ল্যাসালি, হ্যারি ডিন স্ট্যানটন, গ্লিনি হেডলি, জেরি লুইস, রজার মুর এবং স্যাম শেপার্ডকে।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

Comments

The Daily Star  | English

Bangladesh women retain SAFF glory

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

38m ago