বাংলাদেশের ভালো সময় ফিরতে দরকার ‘একটা ম্যাচ’
গত কয়েক বছর থেকেই বাংলাদেশের ক্রিকেটে বইছিল সুখের হাওয়া। হঠাৎ এক ঝটকায় তা বিলিন। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে নাস্তানাবুদ হওয়ার পর উঠেছে অনেক প্রশ্ন। তবে তামিম ইকবাল মনে করেন সব কালো মেঘ সরাতে তাদের দরকার আসলে একটা জয়।
নিদহাস কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে বাংলাদেশ দল শ্রীলঙ্কায়। ভারত-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হচ্ছে মঙ্গলবার। বাংলাদেশের প্রথম খেলা ৮ মার্চ। তার আগে সব শুধরে নিজেদের বিশ্বাসের কথা জানালেন তামিম, ‘আমি বিশ্বাস করি, দলের সবাই বিশ্বাস করে যে এই জায়গা থেকে বের হয়ে আসতে আমরা মাত্র একটা ম্যাচ দূরে আছি।’
তামিমের মতে খারাপ খেলার চেয়ে খারাপ খেলার জুজু কাজ করে বাংলাদেশের। এই অজানা আতঙ্ক থেকে বের হয়ে আসার পথ খুঁজছে বাংলাদেশ , ‘সবখানে আমরা আতঙ্কিত হওয়া শুরু করি। একটা সিরিজ আমাদের মনের মত হয়নি। মনে হয় যেন সবাই আমরা প্যানিকড করছি। আমাদের এটা কমাতে হবে।’
টুর্নামেন্টে নিজেদের আন্ডারডগ রেখে ভারতকেই ফেভারিট মানছেন তামিম। তবে টি-টোয়েন্টিতে একটা ম্যাচেই সব বদলে যাওয়ার আশাও তার ‘ফেভারিট যদি বলতে হয় অবশ্যই ইন্ডিয়া। তারা দারুণ ফর্মে আছে। তবে এই ফরম্যাটেই এত ইন্টারেস্টিং খেলা যে একটা ম্যাচের উপর ডিপেন্ড করেই কিন্তু পুরোটা বদলে যেতে পারে।’
Comments