সেরা অভিনেত্রীর অস্কার ট্রফি চুরি, গ্রেফতার ১

Frances McDormand with Oscar
‘সেরা অভিনেত্রী’-র অস্কার হাতে ফ্রান্সিস ম্যাকডোরমান্ড। ছবি: এপি

মুহূর্তেই আনন্দটা যেন মাটি হয়ে গিয়েছিলো এ বছরের সেরা অভিনেত্রী হিসেবে অস্কার পাওয়া ফ্রান্সিস ম্যাকডোরমান্ড-এর। ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড ইবিং, মিসৌরি’-তে অভিনয়ের স্বীকৃতি হিসেবে পাওয়া অস্কার ট্রফিটি নিয়ে তিনি যোগ দিয়েছিলেন অনুষ্ঠান শেষের নৈশভোজে। আর বিপত্তিটা ঘটেছিলো তখনই।

ফ্রান্সিস ম্যাকডোরমান্ড-এর পাবলিশিস্ট সিমন হলস বার্তা সংস্থা এপিকে বলেন, “খানিকক্ষণ বিচ্ছিন্ন থাকার পর অবশেষে আবার অভিনেত্রী ফিরে পেয়েছেন ট্রফিটি। এরপর তিনি ট্রফি ফিরে পাওয়ার ঘটনাটিকে উদযাপন করেন ডাবল চিজবার্গার খেয়ে।”

লস অ্যাঞ্জেলেস পুলিশের মুখপাত্র রোজারিও হেরেরা জানান, গত ৪ মার্চ রাতে ফ্রান্সিস ম্যাকডোরমান্ড-এর অস্কার ট্রফি চুরি যাওয়ার ঘটনায় সন্দেহভাজন হিসেবে টেরি ব্রায়ন্ট নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।

খবরে প্রকাশ, অস্কার পুরস্কার বিতরণীর অনুষ্ঠান শেষে অতিথিরা গভর্নরের বল রুমে আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দিয়েছিলেন। সেই ভোজে যোগ দেওয়ার টিকিটি ছিলো অভিযুক্ত ব্যক্তিটির। তিনি ২০ হাজার ডলার জরিমানা দিয়ে জামিন পেলেও পরবর্তীতে তাকে আদালতে হাজিরা দিতে হবে।

এদিকে, খোয়া যাওয়ার আগেই ফ্রান্সিস ম্যাকডোরমান্ড ট্রফিটির গায়ে নিজের নাম খোদাই করে নিয়েছিলেন।

Comments

The Daily Star  | English

Sada Pathor: Sylhet’s iconic white-stone landmark stripped bare

Illegal extraction in Companiganj, Gowainghat accelerates after Aug 5, activist claims

29m ago