চ্যাম্পিয়ন্স লিগ- ২০১৮

নেইমারবিহীন পিএসজিকে হারিয়ে শেষ আটে রিয়াল

ক্রিস্টিয়ানো রোনালদো
ছবি: এএফপি

চোটের কারণে দলের সেরা তারকা নেইমার নেই। ঘরের মাঠে খেলা হলেও এই একটা কারণে অর্ধেক শক্তির হয়ে পড়েছিল পিএসজি। পারেওনি তারা, পারেনি ক্রিস্তিয়ানো রোনালদোকে ঠেকাতে। চ্যাম্পিয়ন্স লিগের শেষে আটে তাই অনায়াসে পা রাখল রিয়াল মাদ্রিদ।

মঙ্গলবার শেষ আটের উঠার ফিরতে লিগের লড়াইয়ে প্যারিসে এসেছিল রিয়াল। রিয়ালের মাঠে ৩-১ গোলে হারা পিএসজিকে নিজেদের মাঠে করতে হতো বিশেষ কিছু। কিন্তু নেতিয়ে পড়া নেইমারবিহীন দলটা অসহায় আত্মসমর্পনই করেছে। এবার রিয়ালের জয় ২-১ গোলে। দুই লেগ মিলিয়ে ৫-২ ব্যবধানে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত রোনালদোদের।

ম্যাচের শুরুতে অবশ্য এলোমেলো ছিলো রিয়াল। ফায়দা তুলে কিছুটা ঝাঁজও দেখিয়েছিল এডিসন কাভানিরা। তবে তা চলেনি বেশিক্ষণ। সময় গড়ানোর সাথে সাথে রিয়াল ফিরেছে ম্যাচে। ম্যাচের সবগুলো গোলই হয়েছে দ্বিতীয়ার্ধ্বে ।

গোলমুখ প্রথম খোলেন সেই রোনালদোই। ৫১ মিনিটে মার্সেলোর ক্রস হেডে পিএসজির জালে পাঠান বিশ্বসেরা এই ফুটবলার। এবার চ্যাম্পিয়ন্স লিগে সব ম্যাচেই গোল পেলেন রোনালদো। চ্যাম্পিয়ন্স লিগে এটি তার ১১৭তম গোল।

খেই হারানো পিএসজি ম্যাচে ফেরা দূরে থাক ৬৬ মিনিটে খায় বড় ধাক্কা। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মার্কো ভেরাত্তি।

৭১ মিনিটে ফাঁকেতালে একটি গোল শোধ দেয় পিএসজি। ডি মারিয়ার ক্রস থেকে হেভিয়ের পাস্তেরে হেড করেছিলেন। প্রতিপক্ষের গায়ে লেগে ফেরত আসার সময় কাভানির হাঁটুতে লেগে জালে ঢুকে যায়।

এই খুশি অবশ্য আর মিনিট ৯ স্থায়ী হয়েছে পিএসজির। ৮০ মিনিটে কাসেমিরো সব হিসাব চুকেবুকে দেন। ডি বক্সে জটলার মধ্যে গোল বের করেন তিনি।

ম্যাচের বাকিটুকু ছিল কেবল আনুষ্ঠানিকতা। স্বাগতিক সমর্থকদের উত্তেজনায় খেলা বন্ধ ছিল মাঝের কিছু সময়। প্যারিসকে হতাশার রাত উপহার দিয়ে তখন অবশ্য উল্লাসে ব্যস্ত রিয়াল মাদ্রিদ। 

Comments

The Daily Star  | English

Bangladesh women retain SAFF glory

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

38m ago