বিশ্বের সবচেয়ে ধনী মানুষ এখন অ্যামাজন প্রধান জেফ বেজোস
অনলাইন কেনাকাটা দিয়ে প্রযুক্তি দুনিয়ায় যে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছিল সেই অ্যামাজনের প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ বেজোস এখন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। ফোর্বসের হিসাব অনুযায়ী, জেফ বোজেসের সম্পদের মূল্য ১১২ বিলিয়ন মার্কিন ডলার।
ব্যক্তিগত সম্পদের নতুন র্যাংকিংয়ে মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিলগেটসকেও ছাড়িয়ে গেলেন অ্যামাজানের প্রতিষ্ঠাতা। বিল গেটসের মোট সম্পদের পরিমাণ ৯০ বিলিয়ন ডলার। আর ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ৭১ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন।
ফোর্বস গত মঙ্গলবার বিলিয়নিয়ারদের তালিকা দিয়ে বলেছে, আগের যেকোনো সময়ের চেয়ে এখন বিলিয়নিয়ারদের সংখ্যা বেশি। তাদের সম্পদের পরিমাণও এখন যেকোনো সময়ের চেয়ে বেশি।
ফোর্বসের হিসাব অনুযায়ী ২০১৭ সালে বিশ্বে বিলিয়নিয়ারের সংখ্যা ছিল দুই হাজার ৪৩ জন। এক বছরের ব্যবধানে অতি ধনীদের সংখ্যা বেড়ে দুই হাজার ২০৮ জনে দাঁড়িয়েছে। তারা গড়ে ৪ দশমিক ১ বিলিয়ন ডলার সম্পদের মালিক। গড় হিসাবেও এটা সর্বোচ্চ।
ফোর্বস বলেছে, অতি ধনীরা আরো অতি ধনী হচ্ছেন। এতে তাদের সাথে অন্যদের সম্পদের ব্যবধানও বাড়ছে।
ফোর্বসের তালিকা অনুযায়ী শীর্ষ ধনীরা হলেন: জেফ বেজোস, বিল গেটস, ওয়ারেন বাফেট, বার্নার্ড আরনল্ট, মার্ক জাকারবার্গ, আমানসিও ওর্তেগা, কার্লোস স্লিম হেলু, চার্লস কোচ, ডেভিড কোচ ও ল্যারি এলিসন।
Comments