তিশা হলেন ‘ফাগুন হাওয়া’-র নায়িকা
তৌকীর আহমেদ পরিচালিত নতুন ছবি ‘ফাগুন হাওয়া’-তে অবশেষে নায়িকা হলেন তিশা। তাঁর বিপরীতে নায়ক হিসেবে থাকছেন সিয়াম আহমেদ। নায়িকা হিসেবে কে থাকছেন সেই প্রশ্নে উঠে এসেছিলো অনেকের নাম।
তৌকীর আহমেদ দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “আমার ছবিতে অবশেষে তিশাকেই বেছে নিয়েছি দীপ্তি চরিত্রে। তাঁকে ছাড়া আর বিকল্প কাউকে ভাবতে পারছি না। আশা করছি, ‘হালদা’-র পর তিশা ভালো কিছু উপহার দেবেন।”
তিশা দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “ছবিটির গল্প চমৎকার। এ চরিত্রটিতে আমার অভিনয় করার অনেক সুযোগ রয়েছে। আর তৌকীর ভাইয়ের পরিচালনায় কাজের অন্যরকম ভালো লাগা আছে। তাঁর সঙ্গে ‘হালদা’ ছবিতে কাজ করে চমৎকার অভিজ্ঞতা হয়েছে। সিয়ামের সঙ্গে চলচ্চিত্রে কাজের অভিজ্ঞতাটিও ভালো হবে বলে আশা করি।”
‘ফাগুন হাওয়া’ চলচ্চিত্রটি ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত হতে যাচ্ছে। টিটো রহমানের ‘বউ কথা কও’ ছোট গল্পের অনুপ্রেরণায় ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত হচ্ছে চলচ্চিত্রটি। আগামীকাল (১০ মার্চ) থেকে খুলনায় শুটিং শুরু হতে যাচ্ছে ‘ফাগুন হাওয়া’-র।
ছবিটিতে আরও অভিনয় করবেন আবুল হায়াত, ফজলুর রহমান বাবু, শহীদুল আলম সাচ্চু, রওনক হাসান, ফারুক আহমেদ, সাজু খাদেম, প্রমুখ।
Comments