সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
চার দিনের রাষ্ট্রীয় সফরে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লোংয়ের আমন্ত্রণে এই সফরে যাচ্ছেন শেখ হাসিনা।
আজ সকাল সাড়ে ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে ঢাকা ত্যাগ করে। স্থানীয় সময় দুপুর পৌনে তিনটায় সিঙ্গাপুরে চ্যাঙ্গি বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী নাসরুল হামিদ, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাবৃন্দ ও ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন। সিঙ্গাপুরে বিমানবন্দরে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মুস্তাফিজুর রহমানসহ চারজন মন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাবেন।
সোমবার স্থানীয় সময় সকাল ১১টায় প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে সিঙ্গাপুরের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় ইসতানা’য় স্বাগত জানানো হবে। সোয়া ১১টায় দেশটির প্রথম মুসলিম প্রেসিডেন্ট হালিমাহ ইয়াকুবের সাথে সাক্ষাৎ করে পৌনে ১২টায় প্রধানমন্ত্রী লি সিয়েন লোংয়ের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
মঙ্গলবার সকালে সিঙ্গাপুর বোটানিক্যাল গার্ডেন পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে সেখানে একটি অর্কিড শেখ হাসিনার নামে নামকরণ করা হবে।
Comments