ইরফান খানের অসুস্থতা নিয়ে যা বললেন স্ত্রী সুতাপা সিকদার

সম্প্রতি বলিউড অভিনেতা ইরফান খানের ‘বিরল রোগ’-এ আক্রান্ত হওয়ার খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর এ নিয়ে বেশ জল্পনা শুরু হয় ভক্তদের মধ্যে। সেই প্রেক্ষিতে বিষয়টি নিয়ে বিস্তারিত জানানোর কথাও ঘোষণা করেছিলেন এই অভিনেতা।
irrfan khan
সপরিবারে বলিউড অভিনেতা ইরফান খান। ছবি: সংগৃহীত

সম্প্রতি বলিউড অভিনেতা ইরফান খানের ‘বিরল রোগ’-এ আক্রান্ত হওয়ার খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর এ নিয়ে বেশ জল্পনা শুরু হয় ভক্তদের মধ্যে। সেই প্রেক্ষিতে বিষয়টি নিয়ে বিস্তারিত জানানোর কথাও ঘোষণা করেছিলেন এই অভিনেতা।

কিন্তু, তাতেও থেমে নেই ভক্তদের উদ্বেগ। তাই এ বিষয়ে কথা বললেন ইরফানের স্ত্রী সুতাপা সিকদার। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “আমার সবচেয়ে ভালো বন্ধু, আমার জীবনসঙ্গী একজন ‘যোদ্ধা’। জীবনযুদ্ধে তিনি অনেক কঠিন বাধা হাসি মুখে চমৎকারভাবে মোকাবেলা করেছেন। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি- আপনাদের ফোন, ক্ষুদে-বার্তার উত্তর দিতে পারিনি বলে। আপনাদের শুভকামনা, প্রার্থনা ও উদ্বেগের জন্যে আমি চির কৃতজ্ঞ।”

“আমি আমার জীবনসঙ্গীর প্রতিও কৃতজ্ঞ। কেননা, তিনি আমাকেও যোদ্ধা হতে শিখিয়েছেন। আমি বর্তমানে এমন একটি লড়াইয়ে ব্যস্ত সময় কাটাচ্ছি যে লড়াইয়ে আমাকে জয় লাভ করতেই হবে।”

“এই লড়াইটি মোটেও সহজ নয়। তবে ইরফানের পরিবার, বন্ধু, ভক্তরা যে আশাবাদ প্রকাশ করেছেন তা আমাকেও আশাবাদী করেছে। আশা করি, আমাদের বিজয় সুনিশ্চিত।”

“আমি জানি, আপনাদের আগ্রহের ফলে নানা রকম জল্পনার সৃষ্টি হয়েছে। (ইরফানের) কী হয়েছে এর চেয়ে বরং আসুন আমরা বলি তাঁর কী হওয়া উচিত। আসুন পুরনোকে ভুলে যাই।”

“আসুন, আমরা আমাদের এই অদম্য ইচ্ছা-শক্তিকে কাজে লাগিয়ে প্রার্থনা করি- যেমনটি আমরা চাই।”

“আমার আন্তরিক অনুরোধ- আসুন আমরা জীবনের গান গাই, বিজয়ের নাচ নাচি।”

“আমার পরিবার আপনাদের সঙ্গে এই নৃত্যে শীঘ্রই অংশগ্রহণ করবে।”

“আপনাদের সবাইকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই।”

সুতাপার এমন আর্জিতেও সাড়া দেন ইরফান-ভক্তরা। তাঁদের আশা, দ্রুতই সুস্থ হয়ে উঠবেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী এই অভিনেতা।

আরও পড়ুন:

‘বিরল রোগ’-এ আক্রান্ত বলিউডের ইরফান খান

Comments