পাইলট আবিদ সুলতানসহ ক্রুদের সবাই নিহত হয়েছেন
নেপালের কাঠমান্ডুতে বিধ্বস্ত ইউএস-বাংলা এয়ারলাইনসের পাইলট আবিদ সুলতানসহ উড়োজাহাজটিতে থাকা অন্য তিন জন ক্রু’র সবাই নিহত হয়েছেন।
নিহত অপর তিন ক্রু হলেন, প্রিথুলা রশিদ, খাজা হোসেন মোহাম্মদ শফি ও শামিম আক্তার। এদের মধ্যে প্রিথুলা উড়োজাহাজটির কো-পাইলট ছিলেন।
কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের জেনারেল ম্যানেজার রাজকুমার ছেত্রী আজ সকালে এই তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকালই উড়োজাহাজের ক্রুদের সবাই মারা যান।
তবে ঘটনাস্থলেই নাকি হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়েছে সে ব্যাপারে তিনি নিশ্চিত করতে পারেননি।
দুর্ঘটনাস্থল থেকে ১০ জন বাংলাদেশিকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে তিন থেকে চার জনের অবস্থা সংকটজনক বলে তিনি জানান।
গতকাল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউএস বাংলা এয়ারলাইনসের ওই উড়োজাহাজটিতে মোট ৭১ জন আরোহী ছিলেন। এর মধ্যে ৬৭ জন যাত্রী ও চারজন ক্রু। যাত্রীদের মধ্যে ৩২ জন বাংলাদেশি, ৩৩ জন নেপালি এবং একজন চীন ও একজন মালদ্বীপের নাগরিক।
নিহত ৪৯ জনের মধ্যে ২৬ জন বাংলাদেশি, ২১ জন নেপালি, চীন ও মালদ্বীপের দুই যাত্রী।
Comments