ক্যামেরন ডিয়াজের ‘অবসর’ নিয়ে হৈচৈ!

cameron diaz
অভিনেত্রী ক্যামেরন ডিয়াজ। ছবি: সংগৃহীত

‘হেলবয়’-খ্যাত অভিনেত্রী সেলমা ব্লেয়ার সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, “অবসরে গিয়েছেন হলিউডের অন্যতম শীর্ষ অভিনেত্রী ক্যামেরন ডিয়াজ”। খবরটি বেশ গুরুত্বে সঙ্গে প্রকাশিত হয় বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যমে। এরপর, হৈচৈ পড়ে যায় ডিয়াজ-ভক্তদের ভেতর।

সেলমা ব্লেয়ার বলেন, ক্যামেরন ডিয়াজ তাঁকে বলেছেন যে তাঁর আর নতুন ছবির কাজে হাত দেওয়ার পরিকল্পনা নেই। এখন তিনি স্বামী বেনজি ম্যাডেন এর সঙ্গে বাড়িতেই সময় কাটাবেন।

‘দ্য সুইটেস্ট থিং’-এ ক্যামেরনের সহ-অভিনেত্রী সেলমা বলেন, “একদিন ক্যামেরনের সঙ্গে লাঞ্চ করার সময় আমরা সেই ছবিটি নিয়ে আলোচনা করছিলাম। আমি একটি সিক্যুয়ালে কাজ করবো বলে তাঁকে জানালাম। কিন্তু, ক্যামেরন বলল, ‘আই এম ডান’ অর্থাৎ অভিনয় থেকে আমি অবসর নিয়েছি।”

“আমি মনে করি, ডিয়াজের আর অভিনয় করার প্রয়োজনও নেই। তাঁর একটি চমৎকার জীবন রয়েছে। আমি জানি না কী দিয়ে তাঁকে আবার অভিনয়ে ফিরিয়ে আনা যেতে পারে। তিনি একজন সুখি মানুষ।”

২০১৪ সালে ডিয়াজকে সর্বশেষ দেখা গিয়েছিলো ‘অ্যানি’ চলচ্চিত্রে।

ডিয়াজের ‘অবসর’ নিয়ে সেলমার এমন মন্তব্যে হৈচৈ পড়ে যায় সর্বত্র। বিশ্ব গণমাধ্যমে বেশ গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয় খবরটি। এই প্রেক্ষাপটে নতুন কথা শোনালেন সেলমা। বললেন, “এটি নিছক রসিকতা।”

আজ (১৩ মার্চ) এক টুইটার বার্তায় নিজের বক্তব্যের ব্যাখ্যা দেন সেলমা ব্লেয়ার। জানান, সাক্ষাৎকারটিতে ঠাট্টা করে ডিয়াজের অবসর নিয়ে মন্তব্য করেছেন তিনি। ক্যামেরন ডিয়াজ অবসরে যাননি বলে উল্লেখ করেন। আর আবারও কৌতুক করে সেলমা বলেন, “বরং আমিই ডিয়াজের মুখপাত্র হিসেবে অবসরে যাচ্ছি।”

Comments

The Daily Star  | English

Sada Pathor: Sylhet’s iconic white-stone landmark stripped bare

Illegal extraction in Companiganj, Gowainghat accelerates after Aug 5, activist claims

35m ago