ইউএস-বাংলা দুর্ঘটনা: ক্ষতিগ্রস্তদের পাশে স্প্যানিশ লা-লিগা

নেপালের রাজধানী কাঠমান্ডুতে বাংলাদেশের বেসরকারি উড়োজাহাজ ইউএস-বাংলার দুর্ঘটনায় সহমর্মিতা জানিয়ে পোস্ট দিয়েছে স্প্যানিশ লা-লিগা কর্তৃপক্ষ। লিওনেল মেসি-ক্রিস্তিয়ানো রোনালদোদের লিগের অফিশিয়াল ফেসবুক পাতায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার কথা জানানো হয়েছে।
নেপালে বিমান বিধ্বস্ত
ছবির সৌজন্য: দ্য কাঠমান্ডু পোস্ট/এশিয়া নিউজ নেটওয়ার্ক

নেপালের রাজধানী কাঠমান্ডুতে বাংলাদেশের বেসরকারি উড়োজাহাজ ইউএস-বাংলার দুর্ঘটনায় সহমর্মিতা জানিয়ে পোস্ট দিয়েছে স্প্যানিশ লা-লিগা কর্তৃপক্ষ। লিওনেল মেসি-ক্রিস্তিয়ানো রোনালদোদের লিগের অফিশিয়াল ফেসবুক পাতায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার কথা জানানো হয়েছে।

সোমবার ঢাকা থেকে কাঠমান্ডুগামী ইউএস-বাংলার একটি এয়ারক্রাফট ত্রিভুবন আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত অর্ধশতাধিক মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। যার মধ্যে ২৫ জনই বাংলাদেশের নাগরিক। বাকিরা নেপালের।

সাম্পতিক সময়ে যাত্রীবাহী উড়োজাহাজের সবচেয়ে বড় দুর্ঘটনার খবর বিশ্বব্যাপী নাড়া দেয়। মর্মান্তিক এই ঘটনায় বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটাররাসহ অনেক ক্রীড়া ব্যক্তিত্ব শোক জানিয়েছেন। এবার শোক জানাল বাংলাদেশের খেলাপ্রেমীদের মধ্যে জনপ্রিয় স্প্যানিশ লিগ কর্তৃপক্ষ। ফেসবুক পাতায় বাংলাদেশের পতাকার ছবির সঙ্গে লা লিগার লোগো জুড়ে দিয়ে তারা লিখেছে, ‘সোমবার কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে লা লিগা।’

পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন 

নেপালে বিমান বিধ্বস্ত

Comments