মৃতের সংখ্যা বেড়ে ৫১
আহত দুজনের আজ (১৩ মার্চ) মৃত্যু হওয়ায় ইউএস-বাংলা এয়ারলাইনসের উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ তে।
নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় সমাচার সমিতি (আরএসএস) জানায়, নেপালের রাজধানী কাঠমান্ডুতে গতকাল উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ায় ২৮ জন বাংলাদেশি, ২২ জন নেপালি এবং একজন চীনা নাগরিকের মৃত্যু হয়েছে।
একটি আন্তর্জাতিক এয়ারলাইনসের এই দুর্ঘটনাটি নেপালে তৃতীয় ভয়াবহ বিমান দুর্ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।
গতকাল স্থানীয় সময় দুপুর ২টা ১৮ মিনিটের দিকে বিধ্বস্ত হওয়া সেই ৭৮ আসনের উড়োজাহাজটিতে যাত্রী ও ক্রুসহ ৭১ জন ছিলেন। গতকালই ৪৯ জন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
Comments